Techno Header Top and Before feature image

ওয়ালটন আনলো প্রিমো এন৪ স্মার্টফোন

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বড় পর্দার নতুন স্মার্টফোন ‘প্রিমো এন৪’ এনেছে ওয়ালটন।

পেছনে তিন ক্যামেরাযুক্ত সাশ্রয়ী মূল্যের ফোনটিতে রয়েছে আকর্ষনীয় সব ফিচার।

ওয়ালটন মোবাইল ফোনের হেড অব সেলস আসিফুর রহমান খান বলেন, ফোনটি পিএমএমএ ম্যাটেরিয়ালে তৈরি। এটি রেইনবো ব্ল্যাক এবং সি গ্রিন দুটি ভিন্ন রঙে বাজারে ছাড়া হয়েছে।

তিনি জানান, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের নতুন সংস্করণটির দাম ১৩ হাজার ১৯৯ টাকা।

অনলাইনে ওয়ালটনের ই-প্লাজা থেকে কিনলে ৬ শতাংশ মূল্যছাড় মিলবে।

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির ইন-সেল এইচডি প্লাস ১৯:৯ রেশিওর নচ আইপিএস ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে পরিচালিত ফোনটিতে আছে ২.০ গিগাহার্জ গতির অক্টাকোর এআরএম কোর্টেক্স-এ৫৩ প্রসেসর।

পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৬, ৮ এবং ২ মেগাপিক্সেলের ট্রিপল অটোফোকাস ক্যামেরা। সেলফির জন্য এই ফোনের সামনে আছে পিডিএএফ প্রযুক্তির ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।

স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি। যা দেবে দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপ।

এছাড়াও ডুয়াল সিমের ফোরজি স্মার্টফোনটির সুরক্ষায় রয়েছে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য আছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ইউএসবি ২, ওয়্যারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট, ওটিএ ও ওটিজি সুবিধা। এছাড়া অনলাইন থিমস, অ্যামবিয়েন্ট ডিসপ্লে, স্মার্ট কন্ট্রোলসহ ফোনটি অসংখ্য আকর্ষণীয় ফিচারে সমৃদ্ধ।

ইএইচ/জুলাই ৮/২০২০/১৯৪০

আরও পড়ুন –

ই-প্লাজায় স্মার্টফোনে ছাড় দিচ্ছে ওয়ালটন 

ওয়ালটনের ভোল্টি প্রযুক্তির ফোন বাজারে 

যুক্তরাষ্ট্রে গেলো ওয়ালটনের ২২ হাজার স্মার্টফোন 

হুন্দাইয়ের এসি তৈরি করছে ওয়ালটন

*

*

আরও পড়ুন