এআর প্রযুক্তির মাধ্যমে ছোঁয়া যাবে ওয়ানপ্লাস নর্ড

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে পণ্য উন্মোচনের জন্য এখন ডিজিটাল ইভেন্টই প্রধান ভরসা। তবে এবার অনলাইন ইভেন্টেও নতুনত্ব আনতে যাচ্ছে ওয়ানপ্লাস।

আগামী ২১ জুলাই তারা ওয়ানপ্লাস নর্ড ফোন উন্মোচন করবে। এই ফোনের ইভেন্ট ইউটিউবে নয়, ওয়ানপ্লাসের বিশেষ অ্যাপে দেখা যাবে। ওয়ানপ্লাস নর্ড এআর অ্যাপ আইওএসঅ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই চলবে। এআর প্রযুক্তি সম্বলিত অ্যাপটির মাধ্যমে ভার্চুয়ালি ফোনটি ধরে দেখার সুযোগ পাবেন অনেকে। কিভাবে এটি সম্ভব হবে সে বিষয়ে পরে দিক নির্দেশনা দেবে ওয়ানপ্লাস।

সম্প্রতি প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ওয়ানপ্লাস নর্ডে থাকবে স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর। সাড়ে ৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের ফোনটির রিফ্রেশ রেট হবে ৯০ হার্জ। সামনে থাকবে ৩২ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। পেছনে থাকবে ৬৪, ১৬ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা। র‍্যাম হবে ৬ জিবি। স্টোরেজে থাকবে ১২৮ জিবি। ব্যাকআপের জন্য থাকবে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৪৩০০ এমএএইচ ব্যাটারি।

Techshohor Youtube

ফোনটির দাম ৫০০ ডলারের নিচে হবে বলে নিশ্চিত করেছেন ওয়ানপ্লাসের সিইও পিট লাউ।

এর আগে ফোনটি ১০ জুলাই উন্মোচনের কথা থাকলেও পরে তারিখ পিছিয়ে যায়।

এনগ্যাজেটস অবলম্বনে এজেড/জুলাই ০৮/২০২০/১৪৪৪

আরও পড়ুন –

সাশ্রয়ী ফোনের বাজারে নজর ওয়ানপ্লাসের 

জিএসএমএ পুরস্কার ২০২০: সেরা স্মার্টফোন ওয়ানপ্লাস ৭ টি প্রো 

হোয়াটসঅ্যাপ ব্যবহারে ওয়ানপ্লাসের ব্যাটারি দ্রুত ফুরাচ্ছে

*

*

আরও পড়ুন