খালি স্টেডিয়ামে রোবটই দর্শক

পেপার রোবট। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জাপানে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা কমতে শুরু করেছে।

তাই দেশটির সরকার লকডাউন তুলে নেওয়ার পর ১৯ জুন শুরু হয় নিপ্পন প্রোফেশনাল বেজবল লিগ টুর্নামেন্ট। কিন্তু ১০ জুলাইয়ের আগে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ নেই। 

দর্শকদের শূন্যতা পূরণ করতে বেজবল দল ফুকুওকা সফটব্যাংক হকস কয়েকটি রোবট এনে দাঁড় করায় দর্শকসারিতে। রোবটগুলোকে জার্সিও পরানো হয়। ফুকুওকা সফটব্যাংক হকস বেজবল দলটির মালিক জাপানিজ টেক জায়ান্ট কোম্পানি সফটব্যাংক।

Techshohor Youtube

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বেসবল টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা ছিলো ২০ মার্চ এবং শেষ হওয়ার কথা ছিলো ৭ নভেম্বর। করোনাভাইরাসের কারণে খেলা পিছিয়ে যায়।

১২টি দলের অংশগ্রহণে মোট ১২০টি বেসবল ম্যাচ হবে। স্বাভাবিক সময় ম্যাচ হয় ১৪৩টি করে। করোনাভাইরাসের কারণে আয়োজনে কাঁটছাট করা হয়েছে।

জাপানে এখন পর্যন্ত করোনাভাইরাসে ১ হাজার ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৮২ জন।

বিজনেস ইনসাইডার অবলম্বনে এজেড/ জুলাই০৫/২০২০/১৩৩০

আরও পড়ুন – 

করোনায় বেড়েছে রোবটের চাহিদা 

স্যামসাংয়ের এআই রোবট ‘বলি’ 

করোনা প্রাদুর্ভাব কমাতে ভরসা রোবটে! 

ফাইভজি নির্ভর রোবটিক প্লাটফর্ম আনল কোয়ালকম

*

*

আরও পড়ুন