![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গেইম উন্মোচনের পর থেকে পাবজি এখন পর্যন্ত ৩০০ কোটি মার্কিন ডলার আয় করেছে। এর মধ্যে চলতি বছরের প্রথমার্ধ পর্যন্ত গেইমটি বিশ্বব্যাপী আয় করেছে ১৩০ কোটি মার্কিন ডলার।
এছাড়াও গেইমটি এখন পর্যন্ত ডাউনলোডে শীর্ষে রয়েছে ভারত। দেশটিতে গেইমটি ডাউনলোডের পরিমাণ ১৭ কোটি ৫০ লাখ।
অ্যানালিটিক ফার্ম সেন্সর টাওয়ার জানায়, কোভিড-১৯ মহামারির সময় অনেকেই ঘরে অবস্থান করছেন। ফলে মোবাইল গেইমিং বেড়েছে। শুধু মার্চ মাসেই গেইমটি ২৭ কোটি ডলার আয় করেছে।
ভারতে চীনা অ্যাপ হিসেবে পাবজিকে বন্ধ করা হয়নি। কারণ হিসেবে দেখানো হয়েছে, গেইমটি কোরিয়ান প্রতিষ্ঠান ব্লুহোয়েল কিনে নিয়েছে।
এর আগে পাবজির নির্মাতা টেনসেন্ট গেইমটি ব্লুহোযেলের কাছে বিক্রি করে দেয়। ফলে এর নিয়ন্ত্রণ হয় এখন সেখান থেকে, এমন যুক্তি দেখানো হয়েছি।
আরেকটি শুট্যার গেইম কল অব ডিউটির আয় ২২০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে প্রথমার্ধে।
পাবজি ডাউনলোডে ৬৫ শতাংশ প্লে স্টোর থেকে এবং ৩৫ শতাংশ ডাউনলোড হয়েছে অ্যাপ স্টোর থেকে।
ইন্টারনেট অবলম্বনে ইএইচ/জুলাই ৪/২০২০/১৫৩৫
আরও পড়ুন –
পাবজি খেলার সময় কেমিক্যাল পানে মৃত্যু
পাবজি নিয়ে ওয়েব সিরিজ আসছে ইউটিউবে
এই সমাধানগুলো জানা থাকলে অনলাইন গেইমে আপনিই ‘জয়ী’!
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে গেইম তৈরির আগ্রহে ভাটা, নেই পুরনোগুলোর আপডেট!
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি