Samsung IM Campaign_Oct’20

ভারতে টিকটকের বিকল্প চিঙ্গারি ডাউনলোডের হিড়িক

ভারতের তৈরি অ্যাপ চিঙ্গারি ডাইউলোডের রেকর্ড। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টিকটক বন্ধ হবার পর রাতারাতি ভাগ্য খুলে গেছে তারই আদলে তৈরি ভারতীয় অ্যাপ ‘চিঙ্গারি’র। 

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটিতে প্লে স্টোর থেকে চিঙ্গারি অ্যাপটি ৭২ ঘণ্টায় ডাউনলোড ছাড়িয়েছে ৫০ লাখ। 

এমনকি দেশটিতে গত ৭২ ঘণ্টায় সবচেয়ে বেশি সার্চ করা অ্যাপের নামও চিঙ্গারি। 

সোমবার গোপনীয়তা ও সুরক্ষা নীতিমালা না মানায় সরকার দেশটিতে অন্তত ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় টিকটক অ্যাপ আছে। এমনকি দেশটিতে বিশ্বের সবচেয়ে বেশি টিকটক ব্যবহারকারীও ছিল। 

এবার তারই বিকল্প হিসেবে চিঙ্গারি অ্যাপ বেছে নিচ্ছে ভারতের সেসব ব্যবহারকারীরা। 

ভারতের তথ্যপ্রযুক্তির রাজধানী হিসেবে পরিচিত বেঙ্গালুরুতে গত বছর বিশ্বাত্মা নায়েক ও সিদ্ধার্থ গৌতম নামের দুই ভারতীয় চিঙ্গারি অ্যাপটি লঞ্চ করেন। তখনও তারা কল্পনা করেননি একদিন ভারতেীয়দের কাচে এটি এতোটা জনপ্রিয় হবে। এটি তৈরি করা হয়েছে টিকটকের আদলেই। 

অ্যাপটিতে হিন্দি ইংরেজি ছাড়াও মোট আটটি ভাষা রয়েছে। এটিতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে চ্যাট এবং বন্ধুদের সঙ্গে আলাপ করার একাধিক সুবিধা রয়েছে। 

নায়েক জানিয়েছেন, টিকটকের থেকে বেশি তথ্যসমৃদ্ধ ও বিনোদনের সম্ভার রয়েছে চিঙ্গারিতে। সোমবার থেকে অ্যাপ ডাউনলোড হওয়ার সংখ্যা বেড়েছে। ডাউনলোড ট্রাফিক নজরে পড়েছে। চিঙ্গারি নতুন মাইলস্টোন ছুঁতে চলেছে বলে আশাবাদী এই সংস্থার কর্ণধাররা।

তারা অ্যাপের আরও উন্নতি এনে একে ব্যবহারকারী বান্ধব করার কথাও জানান তিনি। 

ইন্টারনেট অবলম্বনে ইএইচ/জুলাই১/২০২০/ ১২৪৪

আরও পড়ুন : ভারতে নিষিদ্ধ টিকটক, উইচ্যাটসহ ৫৯টি চীনা অ্যাপ 

টিকটক নিষিদ্ধে খুশি ভারতীয়রা!

*

*

আরও পড়ুন