![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জনপ্রিয় রয়্যাল শুটার গেইম কল অব ডিউটি এখন থেকে ২০০ জন মিলে খেলা যাবে। নতুন আপডেটে এই সুবিধা যোগ করেছে পাবলিশার কোম্পানি অ্যাক্টিভিশন।
লবি বড় করার মাধ্যমে রয়্যাল ব্যাটেলের আরও বেশি সংখ্যক গেইমার টানতে চাচ্ছে তারা। ২০০ জন একসঙ্গে চার জনের টিমে ভাগ হয়ে খেলতে পারবেন। ফলে একটি টিমকে ৪৯টি টিমের সঙ্গে প্রতিযোগিতা করে জিততে হবে। ফলে জেতার জন্য গেইমটিতে আরও বেশি সময় দিতে হবে।
সিজন ৪ রিলোডেড নামের আপডেটটি সোমবার উন্মুক্ত করা হয়। আপডেটটিতে আরও যুক্ত করা হয়েছে নতুন অস্ত্র, স্পটার স্কোপ ও সাপ্লাই রান নামের একটি চুক্তি। আগে থেকে যাদের ‘কল অব ডিউটি : মডার্ন ওয়ারফেয়ার (এমডাব্লিও)’ এবং অন্যান্য সংস্করণ চালু বা ইনস্টল আছে তাদের ডিভাইস ভেদে ওয়ারজোনের আপডেট সাইজ হবে ২২ জিবি থেকে ৩০ জিবি। কম্পিউটারের পাশাপাশি পিএস৪, এক্সবক্স ওয়ানে গেইমটি খেলা যাবে।
গত মার্চে ১৫০ প্লেয়ার একসঙ্গে খেলার সুবিধাসহ ‘কল অব ডিউটি : ওয়ারজোন’ সংস্করণটি উন্মুক্ত করা হয়।
দ্য ভার্জ অবলম্বনে এজেড/ জুন ৩০/২০২০/১১৫০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি