![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : উইন্ডোজ ১০ এর সর্বশেষ দুটি আপডেট কম্পিউটারে ইন্সটল করে ঝামেলায় পড়ছেন ব্যবহারকারীরা।
গত ৯ জুন ব্যবহারকারীদের কম্পিউটারে উইন্ডোজ ১০ এর কেবি৪৫৫৭৯৫৭ ও কেবি৪৫৬০৯৬০ সংস্করণের আপডেট পাঠায় মাইক্রোসফট। এর যেকোনো একটি আপডেট ইনস্টল করলে অনেকের কম্পিউটার রিস্টার্ট নিচ্ছে। রিস্টার্ট নেওয়ার আগে ‘your PC will automatically restart in one minute’ বার্তাটি দেখাচ্ছে কম্পিউটার।
হঠাৎ করে কম্পিউটার বন্ধ হয়ে যাওয়ায় সেইভ না করা ফাইলগুলো উধাও হয়ে যাচ্ছে। এতে অনেকেই বিপদে পড়ছেন।
চলতি মাসের মাঝামাঝি সময় থেকে আপডেট দুটি নিয়ে অভিযোগ শুরু হয়। সে সময় রেডিট ও মাইক্রোসফটের অ্যানসার ফোরামে উইন্ডোজ ব্যবহারকারীরা জানান, আপডেটের কারণে প্রিন্টার অকেজো হয়ে যাচ্ছে। অ্যাপ থেকে প্রিন্ট করাতে গেলেও সমস্যায় পড়তে হচ্ছে।
এখনও অফিশিয়াল আপডেট না পাঠালেও মাইক্রোসফট ত্রুটি সারাতে কাজ করে যাচ্ছে। নতুন আপডেটে এ সমস্যার সমাধান করা হবে। সেক্ষেত্রে ব্যবহারকারীদেরকে জুন মাসের আপডেটটি আনইনস্টল করে নতুন সংস্করণ ইনস্টল করতে হবে।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ জুন ২৭/২০২০/১২৩৮
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি