নতুন রূপে গুগল ফটোস

বদলেছে গুগল ফটোসের লোগো। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফটো শেয়ারিং ও স্টোরেজ সেবা গুগল ফটোসের ডিজাইনে পরিবর্তন এনেছে গুগল। গুগল প্লে ও অ্যাপ স্টোরে গুগল ফটোসের আপডেট সংস্করণটি পাওয়া যাবে।

এখন থেকে গুগল ফটোসে চারটির জায়গায় তিনটি ট্যাব থাকবে। এগুলো হলো ফটোস, সার্চ ও লাইব্রেরি। বাদ পড়েছে ‘ফর ইউ’ ট্যাব।

ফটোস ট্যাবের সব ছবি এখন কিছুটা বড় আকারে দেখা যাবে। ভিডিও চলবে অটো প্লে মোডে। ট্যাবের একদম উপরের দিকে প্রিয়জনের সঙ্গে তোলা ছবি, সাম্প্রতিক ছবি ও এক বছর আগের ছবির জন্য থাকবে আলাদা আলাদা বিভাগ।

Techshohor Youtube

সার্চ ট্যাবে দেখা যাবে ইন্টারেক্টিভ ম্যাপ। নির্দিষ্টভাবে কোন জায়গায় ছবি তোলা হয়েছিলো তা ম্যাপের মাধ্যমেই দেখা যাবে। গুগল ফটোস অ্যাপ চালুর পর থেকেই এই ফিচারের জন্য অনুরোধ পেয়ে আসছিলো গুগল।

লাইব্রেরি ট্যাবে দেখা যাবে অ্যালবাম। এছাড়াও, থাকবে ট্র্যাশ, আর্কাইভ ও ফেভারিটস বিভাগ। ট্যাবের উপরের দিকে থাকবে প্রিন্ট স্টোর অপশন। এতে ক্লিক করলে দোকান থেকে ছবি প্রিন্ট করিয়ে নেওয়া যাবে। তবে এই সুবিধা শুধু যুক্তরাষ্ট্র, ইউরোপ ও কানাডার বাসিন্দারাই পাবেন।

পুরানো ছবি ডিভাইসে সংরক্ষণ করতে অনেকেই এখন অ্যাপটি ব্যবহারে আগ্রহী হচ্ছেন। গত ৫ বছরে অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ কোটি। প্রতি মাসে অ্যাপটির ব্যবহার করেন ১২ কোটি মানুষ।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ জুন ২৭/২০২০/১১

*

*

আরও পড়ুন