Techno Header Top and Before feature image

৩১ গুণ শক্তিশালী চিপ তৈরি করেছে এএমডি

এএমডির শক্তিশালী নতুন রাইজেন প্রসেসর। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চিপ নির্মাতা প্রতিষ্ঠান এএমডি ছয় বছরের চেষ্টায় ৩১ গুণ শক্তিশালী প্রসেসর তৈরি করেছে। মোবাইল ফোনে এটি অন্তত ২০ গুণি বেশি শক্তি সঞ্চয় করে রাখতে পারছে বলে দাবি প্রতিষ্ঠানটির।

বৃহস্পতিবার এএমডি চিপ তৈরির কথাটি ঘোষণা করেছে।

নতুন এএমডি রাইজেন ৭ ৪৮০০এইচ মোবাইল প্রসেসর ২০১৪ সালে শক্তি সঞ্চয় দক্ষতায় উত্তীর্ণ হয়েছে। এছাড়াও প্রসেসরটি ল্যাপটপ ও কম্পিউটারেও অসাধারণ অভিজ্ঞতা দেবে বলে দাবি করেছে এএমডি।

এএমডির টেকনোলজি ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মার্ক পাপেরমাস্টার বলেন, আমরা সবসময় আমাদের প্রসেসরে এনার্জি দক্ষতার বিষয়টিতে নজর দিয়েছি। কিন্তু ২০১৪ সালে আমরা সিদ্ধান্ত নিই একে আরও সক্ষম করে তোলার।

প্রসেসরের জন্য শক্তি দক্ষতা মূলত প্রতি ইউনিট সঞ্চালিত কাজের পরিমাণ দ্বারা নির্ধারিত হয়।

২০*২০ লক্ষ্য অর্জনের জন্য এএমডি ফোকাস করেছে উন্নত ইন্টিগ্রেটেড সিস্টেম এবং এসওসি আর্কিটেক্ট,রিয়েল টাইম পাওয়ার ম্যানেজমেন্ট ফিচার এবং সিলিকন লেবেল পাওয়ার অপটিমাইজেশনে।

এতে কম্পিউটিং টাইম কমিয়ে এনেছে এএমডি। ফলে এর শক্তি সঞ্চয়ের পরিমাণ আরও বাড়বে।

এএমডি বলছে তাদের এই চিপ তিন বছর ব্যবহারে অন্তত ১.৪ মিলিয়ন কিলোওয়াট আওয়ার ইলেক্ট্রিসিটি এবং ৯ লাখ ৭১ হাজার কেজি কার্বন নিঃস্বরণ কমাবে।

ইন্টারনেট অবলম্বনে ইএইচ/জুন২৫/২০২০/ ২১৩৫

*

*

আরও পড়ুন