Techno Header Top and Before feature image

ট্রাম্পের পোস্টে টুইটারের হস্তক্ষেপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : ইন্টারনেট
Sheikhrussel day

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটকে অবমাননাকর বলেছে টুইটার, ফ্ল্যাগ বসিয়ে ঘোষণা দিয়েছে টুইটটি অবমাননাকর।

পুলিশের নির্যাতনে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় কৃষ্ণাঙ্গ জনগণের রোষানলে পড়ে ট্রাম্প সরকার। মাস পেরোলেও থামেনি প্রতিবাদের ঝড়। এরই জের ধরে সোমবার হোয়াইট হাউজের পাশের এক চার্চের দেয়ালে প্রতিবাদকারীরা লেখেন, ব্ল্যাক হাউজ অটোনমাস জোন। রঙ স্প্রে করে বিভিন্ন ব্যারিকেডের উপরেও বিএইচএজেড লিখে দেন প্রতিবাদকারীরা। এমন প্রতিবাদ পছন্দ হয়নি ট্রাম্পের।

মঙ্গলবার তিনি টুইটে লেখেন, ওয়াশিংটন ডিসিকে স্বায়ত্বশাসিত অঞ্চলের পরিণত করার যারা চেষ্টা করবে তাদের উপরে শক্তি প্রয়োগ করা হবে।

হুমকিমূলক এই পোস্ট যে নীতিমালা বিরোধী সেটা ফ্ল্যাগ বসিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে টুইটার।

এর আগে গত মে মাসে ট্রাম্পের টুইটে প্রথমবারের মতো ফ্যাক্ট চেকিংয়ের লিঙ্ক দেয় টুইটার। এতে ট্রাম্প আরও ক্ষুব্ধ হন। সে সময়, টুইটার উন্মাদ হয়ে গেছে বলে মন্তব্য করেন ট্রাম্প।

একই সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার, ফেইসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব নিয়ন্ত্রণে গত ২৮ মে এক আদেশ জারি করেন ট্রাম্প।

ম্যাশেবল অবলম্বনে এজেড/ জুন ২৪/২০২০/১৪২৮

*

*

আরও পড়ুন