![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ম্যাক কম্পিউটারে আর ইন্টেলের প্রসেসর ব্যবহার করবে না অ্যাপল। অনলাইনে অনুষ্ঠিত ডাব্লুডাব্লুডিসি ইভেন্টে তারা ম্যাক কম্পিউটারে নিজেদের তৈরি সিলিকন চিপ ব্যবহারের ঘোষণা দিয়েছে।
চলতি বছরের শেষে ম্যাক কম্পিউটারে অ্যাপলের চিপ দেখা যাবে। আগামী দুই বছরের মধ্যে নতুন সব ম্যাক কম্পিউটারই অ্যাপলের চিপসহ বাজারে আসবে। তবে ইন্টেলের প্রসেসর চালিত ম্যাক কম্পিউটারের জন্য সব রকম সাপোর্ট দেওয়া অব্যাহত রাখবে অ্যাপল।
অ্যাপল জানিয়েছে, তাদের তৈরি প্রসেসর ব্যাটারির ক্ষয় কমাবে। জিপিইউয়ের পারফর্মেন্সও ভালো হবে। তাই আরও শক্তিশালী অ্যাপ ও ভিডিও গেইমস তৈরি করতে পারবেন অ্যাপল ডেভেলপাররা।
ইভেন্টে হার্ডওয়্যার সম্পর্কে কোনো তথ্য দেয়নি অ্যাপল। তাই সর্বপ্রথম কোন হার্ডওয়্যারে অ্যাপলের সিলিকন চিপ দেখা যাবে তা জানা যায়নি।
অ্যাপল আইফোনেও নিজস্ব প্রসেসর ব্যবহার করে থাকে। গত বছর বাজারে আসা আইফোন ১১ সিরিজে তারা ব্যবহার করেছে বায়োনিক এ১৩ চিপ।
ম্যাশেবল অবলম্বনে এজেড/জুন ২৩/২০২০/১৩৭
আরও পড়ুন –
এএমডিকে ঠেকাতে প্রসেসরের দাম কমালো ইন্টেল
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি