Techno Header Top and Before feature image

জুম এখন এএমডির চেয়ে বড় কোম্পানি

জুম অ্যাপ। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : লক ডাউনের ভালো দিকও যে আছে তার প্রত্যক্ষ সাক্ষী জুম।

চলতি বছরের শুরু থেকে তাদের ব্যবসা বেড়েছে রকেটের গতিতে। গত ছয় মাসের ব্যবসায় তারা মার্কিন চিপ নির্মাতা কোম্পানি এএমডির মার্কেট ভ্যালুকে  ছাড়িয়ে গেছে। এমনকি মাল্টিন্যাশনাল কোম্পানি ইউনিলিভারের চেয়েও এখন জুমের মার্কেট ভ্যালু বেশি।

এতে জুমের মার্কেট ভ্যালু দাঁড়িয়েছে ৬৭.৪৩ বিলিয়ন ডলার। বছরের শুরুতে তাদের শেয়ারের মূল্য ছিলো ৬৮ দশমিক ৭২ ডলার। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ দশমিক ২ ডলার। অর্থাৎ গত ছয় মাসে শেয়ার মূল্য বেড়েছে ২৫০ শতাংশ।

চীনা প্রযুক্তি ব্যবসায়ী এরিক ইউয়ান জুম প্রতিষ্ঠা করেন ২০১১ সালে। কিন্তু ছয় মাস আগেও ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম হিসেবে সাধারণ মানুষ শুধু স্কাইপের নামই জানতো। সারা বিশ্বে ব্যবহারকারী সংখ্যা ছিলো ১ কোটি। লকডাউন শুরু হওয়ার পর থেকে জুমের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। এপ্রিলের হিসাব অনুযায়ী, প্ল্যাটফর্মটির দৈনিক ব্যবহারকারী সংখ্যা এখন ৩০ কোটি।

বিবোম অবলম্বনে এজেড/ জুন ২২/২০২০/১১৪৬

*

*

আরও পড়ুন