![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে উবারকে ১৫টি ও পাঠাওকে ২টি গাড়ি চলাচলের অনুমতি দেয়া হয়েছে।
যদিও উবার ও পাঠাও ছাড়াও আরও ৬টি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানকে বিভিন্ন সংখ্যায় মোটরকার, জিপ, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স সেবা চালুর অনুমতি দেয়া হয়েছে।
মোটরসাইকেল ছাড়া সবমিলে ২৫৫ টি গাড়ি এসব প্রতিষ্ঠানকে চালানোর অনুমতি দেয়া হয়েছে।
সামাজিক দূরত্ব মেনে মোটরসাইকেলে যাত্রী পরিবহন সম্ভব নয় বলে অ্যাপে মোটরসাইকেল চালানোর অনুমতি দেয়া হয়নি।
বিআরটিএ শনিবার এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে। যেখানে ২৫৫টি যানবাহন নির্বাচন করে তালিকাও ঠিক করে দেয়া হয়েছে।
তালিকায় পিকমি পেয়েছে ৩২ টি, সিএনএস পেয়েছে ৬১টি, ওভাই ৮টি, ইজিয়ার ১০০টি, আকিজ অনলাইন ৩টি ও সেজেস্টা ৩৪টি।
মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেটপ্রাপ্ত এসব গাড়ি এসব গাড়ি ঢাকা মেট্রো, গাজীপুর মেট্রো, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলায় চলাচল করতে পারবে।
এডি/২০২০/জুন২২/১২৫০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি