অ্যাপে মিলবে বিটিসিএলের টেলিফোন সংযোগ

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ এখন পাওয়া যাবে অনলাইনে আবেদন করেই।

ফলে টেলিফোন সংযোগ পেতে আগের মতো ডিমান্ড নোট নিয়ে গ্রাহককে আর বিটিসিএলের অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।

বিটিসিএল এমডি রফিকুল মতিন টেকশহরডটকমকে জানান, বিটিসিএলের টেলিসেবা (telesheba) অ্যাপে গ্রাহক টেলিফোন সংযোগের জন্য আবেদন করতে পারবেন। গ্রাহক অ্যাপে ডিমান্ড নোট দিলে অ্যাপেই গ্রাহককে ডিমান্ড নোটের বিপরীতে সংযোগের পে স্লিপ দেয়া হবে। গ্রাহক ব্যাংক মাধ্যমে টাকা জমা দিয়ে তার রশিদ অ্যাপে দিলে সংযোগ দিয়ে দেয়া হবে।

Techshohor Youtube

তিনি জানান, এই অ্যাপ গুগল প্লেস্টোর হতে ডাউনলোড করা যাবে। অ্যাপ ছাড়া www.telesheba.gov.bd  ওয়েবসাইটে গিয়েও গ্রাহক আবেদন করতে পারবেন। মুজিববর্ষ উপলক্ষে এখন বিনামূল্যে টেলিফোন সংযোগের অফার চলছে । গ্রাহক শুধুমাত্র জামানতের টাকা পরিশোধ করবে।

ব্যাংকে না গিয়ে বাসায় বসে অনলাইনে জামানতের টাকা পরিশোধের ব্যবস্থাও শিগরির চালু করার কথা জানান রফিকুল মতিন।

বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ থাকলে গ্রাহক একটি সংযোগের মাধ্যমে ল্যান্ডফোন, ব্রডব্যান্ড ইন্টারনেট ও কেবল অপারেটরের সেবা উপভোগ করতে পারবেন।

একই সংযোগে ল্যান্ডফোন, ব্রডব্যান্ড ইন্টারনেট ও কেবল অপারেটরের সেবা ট্রিপল প্লে হিসেবে পরিচিত। সেবাটি দ্রুত চালুতে কাজ করছে বিটিসিএল। 

এডি/২০২০/জুন২০/১৭০০

*

*

আরও পড়ুন