![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রথমবারের মতো উড়তে পারে এমন হেলিকপ্টার তৈরি করে অন্য গ্রহে পাঠাতে কাজ করছে।
আগামী জুলাইয়ে মঙ্গল গ্রহে পাঠানোর জন্য হেলিকপ্টারটি প্রস্তুত করা হচ্ছে।
হেলিকপ্টারটি নাসার ‘মঙ্গল অভিযান ২০২০’ এর একটি প্রকল্প। যেখানে একটি পারসিভারেন্স রোভার রোবট ডিজাইন করা হয়েছে যা বিজ্ঞানীদের রেড প্লানেটের সম্ভাব্য বিষয়গুলো সম্পর্কে জানাবে। আসলে নাসা এই রোবটিক হেলিকপ্টারটি দিয়ে পরীক্ষা করতে চাইছে এটি উড়ে যেতে সক্ষম হবে কিনা।
নাসার প্রশাসক জিম ব্রিডেনস্টাইন বলেছেন, আমরা চাইছি প্রথমবারের মতো পৃথিবীর বাইরে কোনো গ্রহে হেলিকপ্টার উড়তে দেখতে পাবো।
আগামী ১৭ জুলাই মিশনের তারিখ নির্ধারণ করা হয়েছে। জিম বলেন, আমরা মানব ইতিহাসে যা ঘটেনি সেটি ঘটাতে যাচ্ছি, যার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছি আমরা।
রোভার রোবটিক হেলিকপ্টারটি তৈরি করতে নাসাকে ৬ বছর কাজ করতে হয়েছে। যাতে যুক্ত করা হয়েছে ২৩টি ক্যামেরা।
ইন্টারনেট অবলম্বনে ইএইচ/জুন২০/২০২০/১২২৫
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি