![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম ফাইভজি ও এআই ভিত্তিক একটি রোবটিক প্লাটফর্ম উন্মোচন করেছে। প্লাটফর্মটির মাধ্যমে ডেভেলপাররা পরবর্তী প্রজন্মের রোবট ও ড্রোন তৈরির সব উপকরণ সেখানে পাবেন।
বাণিজ্য, এন্টারপ্রাইজ, ডিফেন্স, ইন্ডাস্ট্রিয়াল এবং পেশাগত কাজের জন্য যে ধরনের রোবট তৈরি করা হয় সেগুলো প্লাটফর্মটির মাধ্যমে তৈরি করা যাবে বলে বলছে প্রতিষ্ঠানটি।
প্লাটফর্মটির নাম দিয়েছে, ‘রোবটিক্স আরবি৫’। সেখানে একই সঙ্গে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ডেভেলপমেন্ট টুলস পাওয়া যাবে।
বর্তমানে ৩০টির বেশি প্রতিষ্ঠান প্রয়োজনীয় হার্ডওয়্যার এবং সফটওয়্যার তৈরি করছে বিভিন্ন ধরনের রোবটিক্স অ্যাপ্লিকেশনের জন্য। যা ওই প্লাটফর্মের জন্য তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে কোয়ালকম। এসব কোম্পানির মধ্যে রয়েছে অটোকোর, অটোওয়ার ফাউন্ডেশন, ইন্টেল রিয়েলসেন্স, ওপেন রোবটিক্স, প্যানাসনিক এবং অন্যান্যরা।
কোয়ালকমের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র ডিরেক্টর এবং স্বয়ংক্রিয় রোবটিক্স, ড্রোন এবং ইন্টেলিজেন্স মেশিনের প্রধান দেব সিং ব্যাখ্যা করেছেন, কোয়ালকমের আরবি৫ প্লাটফর্ম এবং কোয়ালকম যৌথভাবে অটোনোমাস মোবাইল রোবট, ডেলিভারি, তদন্ত, উদ্ভাবনী, ইন্ডাস্ট্রিয়াল, কোলাবোরেটিভ রোবটন এবং বিভিন্ন যান্ত্রিক রোবট তৈরির কাজ করছে।
এসব রোবটের জন্য ফাইভজি ভিত্তিক চিপ তৈরিরও কাজ করে যাচ্ছে কোয়ালকম।
ইন্টারনেট অবলম্বনে ইএইচ/ জুন ১৮/২০২০/১৯৯৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি