![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মিডরেঞ্জের ফোনের জন্য স্ন্যাপড্রাগন ৬৯০ উন্মোচন করেছে কোয়ালকম। এতে থাকবে ফাইভজি সাপোর্ট।
প্রসেসরটি ব্যবহার করে ফোরকে এইচডিআর ভিডিও ধারণ করা যাবে। ১৯২ মেগাপিক্সেলের ছবি তোলাও সম্ভব হবে। সিপিইউর গতি বাড়বে ২০ শতাংশ পর্যন্ত। ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ।
এইচএমডি গ্লোবালের নকিয়া ফোনে এই প্রসেসর সর্বপ্রথম ব্যবহার করা হবে। পরবর্তীতে এলজি, মটোরোলা ও টিসিএলের ফোনেও দেখা যাবে। আগামী বছরের প্রথম ভাগে এই ব্র্যান্ডের ডিভাইসগুলো বাজারে আসবে।
কোয়ালকমের বিভিন্ন রেঞ্জের প্রসেসর রয়েছে। ফ্ল্যাগশিপ প্রসেসর কোয়ালকম ৮৬৫ সমৃদ্ধ ফোনের মূল্য ৭০০ ডলাররের (৫৮ হাজার ৮০০ টাকা) উপরে। মিডরেঞ্জের ফোনে ব্যবহৃত স্ন্যাপড্রাগন ৬৭৫ এর দাম হয়ে থাকে ৩০০ ডলার (২৫ হাজার ২০০ টাকা) থেকে ৪০০ ডলার (৩৩ হাজার ৬০০ টাকা)। নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন ৬৯০ এর দাম কেমন হবে সে সম্পর্কে কিছু জানায়নি কোয়ালকম। ধারণা করা হচ্ছে, এই প্রসেসর যুক্ত মোবাইলের দাম শুরু হবে ৩০০ ডলার (২৫ হাজার ২০০ টাকা) থেকে। ফলে ফাইভজি সমর্থিত ফোনের দামও অনেকের নাগালে চলে আসবে।
এনগ্যাজেটস অবলম্বনে এজেড/ জুন ১৭/২০২০/১৬১৫
আরও পড়ুন –
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি