Techno Header Top and Before feature image

৩২-বিট প্রসেসরের ফোনে চলবে না পোকেমন

পোকেমন গো। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পুরানো বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনে এআরভিত্তিক গেইম পোকেমন গো খেলা যাবে না। এ ঘোষণা দিয়েছে পোকেমনের নির্মাতা কোম্পানি নিয়ান্টিক।

আগামী আগস্ট থেকে ৩২-বিট প্রসেসরের অ্যান্ড্রয়েড ফোনে সাপোর্ট করবে না পোকেমন গো।

২০১৫ সালের আগে যে ফোনগুলো বাজারে এসেছে সেগুলোতেই মূলত ৩২-বিটের প্রসেসর দেখা যায়। ৩২ বিটের ফোনগুলোতে ৩ থেকে ৪ জিবির বেশি র‍্যাম থাকে না। কম শক্তিশালী এই ফোনগুলোর তালিকায় রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস৪, এস৫, নোট ৩, জে৩, সনি এক্সপেরিয়া জেড২, জেড৩, মটোরলা মটো জি, এলজি ফরচুন, ট্রিবিউট, ওয়ানপ্লাস ওয়ান, এইচটিসি ওয়ান, জেডটিই ওভারট্রু ৩।

৩২-বিট প্রসেসরের সেকেন্ডে ৬৪-বিট এর চয়ে কম তথ্য সরবরাহ করে থাকে। এখনকার বেশিরভাগ প্রসেসর ৬৪-বিট আর্কিটেকচারভিত্তিক। তাই ৩২-বিট প্রসেসর সম্পন্ন ডিভাইসের দিন ফুরিয়ে আসছে।

গিজচায়না অবলম্বনে এজেড/ জুন ১৬/২০২০/১৩৫৫

*

*

আরও পড়ুন