Techno Header Top and Before feature image

মাইক্রোসফট টিমসে ৪৯ জনকে একসঙ্গে দেখা যাবে

মাইক্রোসফট টিমস। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাইক্রোসফট টিমসের ভিডিও কনফারেন্সিংয়ে ৪৯ জনকে একসঙ্গে স্ক্রিনে দেখা যাবে। টিমসের প্রাইভেট মিটিংয়ে একসঙ্গে ২৫০ জন যোগ দিতে পারেন।

একই সুবিধা জুমেও রয়েছে। জুমের পেইড প্ল্যান নিলে একসঙ্গে ৫০০ জন পর্যন্ত ভিডিও কনফারেন্সিংয়ে অংশ নিতে পারেন। সেখানেও অনস্ক্রিন ভিউতে ৪৯ জনকে দেখা যায়।

১৫০ মিলিয়ন শিক্ষার্থী মাইক্রোসফট টিমস ব্যবহার করে শিক্ষাকার্যক্রমে অংশ নিচ্ছে। শিক্ষকদের জন্য অনলাইনে শিক্ষাদানের প্রক্রিয়া অনেক সহজ করতেই স্ক্রিন সব শিক্ষার্থীকে একবারে দেখার সুযোগ করে দিচ্ছে মাইক্রোসফট।

শিক্ষার্থীদের মধ্যে কে কে অনলাইন ক্লাসে উপস্থিত আছে, কোন শিক্ষার্থী প্রশ্নের উত্তর দিতে হাত তুলেছে তা অন স্ক্রিন ভিউতে সহজেই দেখা যাবে।

অচিরেই মাইক্রোসফট টিমসে যুক্ত হবে আরও কিছু সুযোগ সুবিধা। ব্যাংক, হাসপাতাল বা ব্যবসায়িক কাজে আলাদা আলাদা টেমপ্লেটস ব্যবহার করা যাবে। ব্যবসা সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার অ্যাপেও সরাসরি টিমস থেকেই প্রবেশ করা যাবে।

করোনাভাইরাসের মহামারী শুরুর পর মাইক্রোসফট টিমসের ব্যবহার বেড়েছে। বর্তমানে সারা বিশ্বে দৈনিক গড়ে মাইক্রোসফট টিমস ব্যবহারকারীর সংখ্যা ৭ কোটি ৫০ লাখ।

দ্য ভার্জ অবলম্বনে এজেড/ ১৬ জুন/২০২০/১২০৬

*

*

আরও পড়ুন