Techno Header Top

ফোনে নিজেদের চিপ ব্যবহার করবে অপো

অপো। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্বনির্ভর হতে নিজেদের চিপ নিজেরাই তৈরি করবে অপো। চিপের ডিজাইন, তৈরি ও উৎপাদনের কাজ নিজেরাই করবে তারা।

এর আগে বিষয়টি নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশিত হলেও মুখ খোলেনি অপো। এবার অপোর প্রেসিডেন্ট অব চায়না বিজনেস লিউ বো নিজেই চিপ তৈরির খবর জানিয়েছেন। তিনি জানান, কোম্পানিকে আরও বড় করতে চিপ তৈরির এ পরিকল্পনা বিশাল ভূমিকা রাখবে বলে মনে করে অপো।

আনুষ্ঠানিকভাবে এখন তথ্যটি জানালেও অপোর চিপ তৈরির পরিকল্পনা বেশ আগের। ইতোমধ্যে তারা অন্য দুই চিপ নির্মাতা কোম্পানি মিডিয়া টেক ও ইউনিসকের সাবেক কর্মীদের নিজেদের কোম্পানিতে নিয়োগ দিয়েছে।

অপো চিপ উৎপাদন করলে সাবব্র্যান্ড রিয়েলমি ও অঙ্গ প্রতিষ্ঠান ওয়ানপ্লাসও সেগুলো ব্যবহার করতে পারবে।

শুধু অপো নয়, গুগলও পিক্সেল ফোনে নিজেদের চিপ ব্যবহারের কথা ভাবছে। অ্যাপল, স্যামসাংও ফোনে নিজেদের চিপ ব্যবহার করে থাকে।

বর্তমানে অপোর সাম্প্রতিক দুই ফোন অপো রেনো ৪ ও অপো এস ২-তে ব্যবহৃত হচ্ছে কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন চিপসেট।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ জুন ১৫/ ২০২০/১৩

*

*

আরও পড়ুন