Techno Header Top and Before feature image

সুশান্তের আত্মহত্যায় হতবাক নেটিজেনরা

সুশান্ত সিং রাজপুত। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাত্র ৩৪ বছর বয়সেই পৃথিবীর উপর রাগ করে চলে গেলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

রোববার বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হঠাৎ করেই তরুণ এ অভিনেতার মৃত্যুর খবরে ভক্তরা হতবাক। ফেইসবুক ও টুইটারে তাদের একটাই প্রশ্ন, কেনো?

ক্যারিয়ারে তার উন্নতির গ্রাফ উপরের দিকেই যাচ্ছিল এমন সময় সব কিছু কেনো থামিয়ে দিলেন তা কেউ বুঝতে পারছে না।

তার মৃত্যুর খবরে পরিচালক অনুরাগ কশপ টুইটে লেখেন, না… এটা সত্যি না।

গত বছর সুশান্ত অভিনীত ‘ছিচোরে’ সিনেমাটির বার্তা ছিলো আত্মহত্যা কোনো সমাধান নয়। সেই ছবির অংশ হয়েও মানসিক অবসাদের কাছে হেরে গেলেন তিনি।

২০১৩ সালে বলিউডে ক্যারিয়ার শুরু করে বেশ কয়েকটি ব্যবসা সফল ছবি উপহার দিয়েছিলেন। এর মধ্যে আছে এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি, পিকে, কাই পো চে ও কেদারনাথ।

কিছুদিন আগে তার সাবেক ম্যানেজার দিশা স্যালিয়ানও আত্মহত্যা করেন। সে ঘটনায় শোক জানিয়ে সোশ্যাল মিডিয়াতে সুশান্ত পোস্টও দিয়েছিলেন। সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টে মাকে নিয়ে লিখেছিলেন তিনি।

এনডিটিভি অবলম্বনে এজেড/ জুন ১৪/২০২০/১৬

*

*

আরও পড়ুন