ম্যাসেঞ্জারে আসছে ফেইসআইডি ফিচার

ম্যাসেঞ্জারে বাড়ছে নিরাপত্তা। ছবি : ফেইসবুক

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ম্যাসেঞ্জারের নিরাপত্তা নিশ্চিতে ফেইসআইডি বা পাসকোড ব্যবহারের সুযোগ দিতে যাচ্ছে ফেইসবুক।

ফিচারটি নিয়ে আইওএস ডিভাইসে তারা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। পরবর্তীতে তা সবার জন্য উন্মুক্ত করা হবে।

ফেইসআইডি এনাবল করলে ম্যাসেঞ্জারে সরাসরি প্রবেশ করা যাবে না। ফেইসআইডি বা পাসকোড দিতে হবে। ফলে ফোন আনলক করা অবস্থায় অন্য কারো ম্যাসেঞ্জারে ঢুঁ মারা যাবে না।

Techshohor Youtube

এ বিষয়ে ফেইসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, ব্যক্তিগত ম্যাসেজের গোপনীয়তা বজায় রাখতে ব্যবহারকারীদের হাতে আরও নিয়ন্ত্রণ তুলে দিতে চাই আমরা। অতিরিক্ত এই নিরাপত্তা ব্যবস্থা ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে সহায়ক হবে।

ফেইসবুক থেকে সংবাদ মাধ্যম এনগ্যাজেটসকে পাঠানো এক স্ক্রিনশটে দেখা গেছে, ফেইসআইডি সেট করার ক্ষেত্রে চারটি অপশন দেখা যাবে। এর আওতায় ম্যাসেঞ্জার থেকে বের হওয়া মাত্র, ম্যাসেঞ্জার ব্যবহারের ১ মিনিট পর, ১৫ মিনিট পর এবং ১ ঘণ্টা পর ফেইসআইডি চালুর সুযোগ থাকবে। ম্যাসেঞ্জার লক থাকলেও নোটিফিকেশনে ক্লিক করে ম্যাসেজের উত্তর দেওয়া যাবে। কল বা ভিডিও কলও রিসিভ করা যাবে।

ব্যবহারকারীর ফেইসআইডি বা পাসকোড সংরক্ষণ করা হবে না বলে জানিয়েছে ফেইসবুক।

ম্যাশেবল অবলম্বনে এজেড/ জুন ১৪/২০২০/১১৩৮

*

*

আরও পড়ুন