![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ম্যাসেজিং প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মাল্টিপল-ডিভাইস লগ ইন সাপোর্ট।
এই ফিচারের মাধ্যমে একটি অ্যাকাউন্ট একসঙ্গে চারটি ডিভাইসে ব্যবহার করা যাবে। এ তথ্য জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিষয়ে খবরা খবর প্রকাশকারী সাইট ওয়েবেটা ইনফো।
বর্তমানে হোয়াটসঅ্যাপ ওয়েব বাদে একসঙ্গে দুই ডিভাইস থেকে লগইন করার সুযোগ নেই। দ্বিতীয় ডিভাইসে লগইন করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে প্রথম ডিভাইস থেকে লগড আউট হয়ে যায় ব্যবহারকারী। নতুন আপডেট এলে সমস্যাটি থেকে রেহাই পাওয়া যাবে।
এছাড়াও, আগের কোনো চ্যাট হিস্ট্রি বা ছবি খুঁজতে ব্যবহার করা যাবে সার্চ বাই ডেট নামের একটি ফিচার। ডেক্সটপেও নির্দিষ্ট তারিখ অনুযায়ী ম্যাসেজ সার্চের সুবিধা দেবে হোয়াটসঅ্যাপ।
আরও কিছু ফিচার যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে। এগুলোর মধ্যে আছে এনহ্যান্সড স্টোরেজ ইউজেস, নিউ ক্লিয়ার চ্যাট ফিচার ও শেয়ার চ্যাট সাপোর্ট।
নিউ ক্লিয়ার চ্যাট ফিচারটির মাধ্যমে নির্দিষ্ট কয়েকটি ম্যাসেজ বাছাই করা যাবে। বাছাই করা ম্যাসেজগুলো বাদে অন্য সব ম্যাসেজ ডিলিট করা যাবে।
হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা আপডেটে ফিচারগুলো পাওয়া যাবে। ফিচারগুলোর স্ট্যাবল সংস্করণ পেতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।
নাইনটুফাইভ অবলম্বনে এজেড/ জুন ১৩/২০২০/১৫৪০
আরও পড়ুন –
হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন নম্বর গুগলে
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি