Techno Header Top and Before feature image

মোবাইল সেবায় খরচ বাড়ছে

mobile-phone-call-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মোবাইল ফোনে সিম-রিম মাধ্যমে দেয়া সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১  অর্থবছরের বাজেটে এই শুল্ক বৃদ্ধির প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ফলে বাড়তি শুল্কে গ্রাহককে কথা বলায় ও ডেটায় বেশি টাকা খরচ করতে হবে।

২০১৮-১৯ অর্থবছরে এই শুল্ক ছিল ৫ শতাংশ।  ২০১৯-২০ অর্থবছরে তা বাড়িয়ে করা হয় ১০ শতাংশ। এই শুল্ক প্রথম আরোপ করা হয়েছিল ২০১৫-১৬ অর্থবছরে,  তখন ৫ শতাংশ আরোপের প্রস্তাব করা হয়। পরে তা ৩ শতাংশ করা হয়।

মোবাইল ফোন অপারেটরগুলো বলছে, বাড়তি এই শুল্কে প্রতি ১০০ টাকা রিচার্জ করলে গ্রাহক ৭৫ দশমিক ১৪৭ টাকার কথা বলতে পারবেন বা অন্য সেবা পাবেন ।

মোবাইল ফোন অপারেটরগুলো এই শুল্ক প্রত্যাহার চাইছিলো।

তাদের বক্তব্য এই বাড়তি শুল্ক ডিজিটাল বাংলাদেশ গঠনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকেই বাধাগ্রস্ত করবে।

এডি/২০২০/১৭০০/জুন১১

আরও পড়ুন –

মোবাইল সেবায় বাড়তি শুল্ক থাকছে 

মোবাইল ব্যবহারের খরচ আরও বাড়ছে

*

*

আরও পড়ুন