![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে মোবাইল ফোন উৎপাদনে আরও এক বছর ভ্যাট অব্যাহতির সুবিধা দেয়ার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া মোবাইল সংযোজনের উপর বিদ্যমান ৫ শতাংশ হারে ভ্যাটও আরও এক বছর থাকার প্রস্তাব রয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০- ২০২১ অর্থবছরের বাজেট প্রস্তাবে এ সুবিধা দেয়ার কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, স্থানীয় পর্যায়ে মোবাইল সেট উৎপাদনের উপর মূসক অব্যাহতি এবং সংযোজন খাতে ৫ শতাংশ হারে মূসক বিদ্যমান আছে। উক্ত অব্যাহতির মেয়াদ ২০২০ সালের ৩০ জুন শেষ হবে। দ্রুত বর্ধনশীল এ খাতের সম্প্রসারণের লক্ষ্যে উক্ত সুবিধা আরও এক বছর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
এডি/২০২০/জুন১১/১৬০০
আরও পড়ুন –
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি