Techno Header Top and Before feature image

ওয়ানপ্লাসের চেয়ে বিক্রি বেশি পিক্সেল ফোনের

গুগল পিক্সেল ফোন। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চাইনিজ ব্র্যান্ড ওয়ানপ্লাসের বিক্রিকে ছাড়িয়ে গেছে গুগল পিক্সেল ফোন। দুটি কোম্পানির ফোন বিক্রির পরিমাণ বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি)।

তাদের প্রতিবেদন অনুযায়ী, গত বছর ৭২ লাখ পিক্সেল ফোন বিক্রি হয়েছে। ২০১৮ সালের তুলনায় বিক্রি বেড়েছে ৫২ শতাংশ বেশি। ওয়ানপ্লাসের ফোন বিক্রির পরিসংখ্যান নিয়ে কেনো তথ্য প্রকাশ করেনি আইডিসি। তবে টুইটারে আইডিসির ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো জেরোনিমো জানিয়েছেন, ওয়ানপ্লাসের বিক্রিকে ছাড়িয়ে গেলেও ফোন বিক্রিতে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় জায়গা পায়নি গুগল।

পিক্সেল ৪ ও পিক্সেল ৪এক্সএলের চেয়ে পিক্সেল ৩, পিক্সেল ৩এ ও পিক্সেল ৩এ এক্সএলের চাহিদা বেশি ছিলো। পিক্সেল ফোন সবচেয়ে বিক্রি হয়েছে যুক্তরাষ্ট্র, পশ্চিম ইউরোপ ও জাপানে।

গুগল পিক্সেল ৩ এর তুলনায় ২০১৯ সালের প্রথম দুই প্রান্তিকে গুগল পিক্সেল ৩এ ও পিক্সেল ৪ এর বিক্রি বেশ কম ছিলো। তবে গত বছর ৩টি নতুন দেশে পিক্সেলের বিক্রি শুরু করে গুগল। এর ফলে তাদের বিক্রি বেড়ে যায়।

গিজচায়না অবলম্বনে এজেড/ জুন ১০/২০২০/১৮২৮

আরও পড়ুন –

সাশ্রয়ী ফোনের বাজারে নজর ওয়ানপ্লাসের 

চীন থেকে পিক্সেল ফোনের কারখানা সরিয়ে নিচ্ছে গুগল  

জিএসএমএ পুরস্কার ২০২০: সেরা স্মার্টফোন ওয়ানপ্লাস ৭ টি প্রো

ওয়ানপ্লাস সিইও : এখনও তৈরি নয় ফোল্ডেবল ফোন

*

*

আরও পড়ুন