![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হোয়াটসঅ্যাপের ত্রুটির কারণে গুগল সার্চে অনেকের ফোন নম্বর দেখা যাচ্ছে।
গত সপ্তাহে নিরাপত্তা বিশ্লেষক অতুল জয়রাম গুগল সার্চে কয়েক হাজার হোয়াটসঅ্যাপ নম্বর উন্মুক্ত অবস্থায় দেখতে পান।
তিনি বলেন, ইউআরএলে অনেক ব্যবহারকারীর নম্বর দেখা যাচ্ছে। ইউআরএল দেখে হ্যাকাররা আপনার নম্বর জেনে নিয়ে ম্যাসেজ ও কল করতে পারবে। চাইলে স্ক্যামার ও স্প্যামারদের কাছেও বিক্রি করতে পারবে।
যারা হোয়াটসঅ্যাপের ক্লিক টু চ্যাট ফিচারটি ব্যবহার করেন তারাই শুধু ঝুঁকিতে আছেন। ফিচারটির মাধ্যমে ফোনে সেইভ নেই এমন নম্বরে সরাসরি ম্যাসেজ পাঠানো যায়। গুগল সার্চে গিয়ে ব্যবহারকারীকে শুধু https://wa.me/ ঠিকানাটির সঙ্গে সেই ব্যক্তির ফোন নম্বর যুক্ত করতে হয়। পুরো ঠিকানা https://wa.me/ 01XXXXXXXXX দিয়ে এন্টার চাপলেই সরাসরি হোয়াটসঅ্যাপের ম্যাসেজ বক্স ওপেন হয়।
সমস্যা হচ্ছে, গুগল সার্চে ‘site:wa.me’ টাইপ করলে ক্লিক টু চ্যাট ফিচার ব্যবহারকারীদের ফোন নম্বরের লিস্ট চলে আসছে। এসব নম্বরে সরাসরি ম্যাসেজও করা যাচ্ছে। নির্দিষ্ট অঞ্চলের কোড যুক্ত করলে ওই এলাকার বাসিন্দাদের ফোন নম্বর দেখা যাচ্ছে।
সমাধান
অনেক ব্যবসা প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ নম্বর পাবলিক রাখতে চায়। তবে ব্যক্তিগত অ্যাকাউন্ট হলে https://wa.me/ থেকে নম্বর সরাতে হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট পেইজে গিয়ে অভিযোগ জানাতে হবে।
টমসগাইড অবলম্বনে এজেড/ জুন ১০/২০২০/১২৩৪
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি