Techno Header Top and Before feature image

মেট এক্সের মতো ফোল্ডেবলের পেটেন্ট নিয়েছে শাওমি!

হুয়াওয়ের অনুকরণে পেন্টে করা শাওমির ফোল্ডেবল ফোন। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনা মোবাইল ব্র্যান্ড শাওমি একটি ফোল্ডেবল স্মার্টফোনের পেটেন্ট করিয়েছে। ২০১৯ সালে পেটেন্ট করলেও তা সম্প্রতি জনসম্মুখে এসেছে। 

চীনের ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যাডমিনস্ট্রেশন (সিএনআইপিএ)-এর কাছে জমা পড়া সেই পেটেন্ট হুয়াওয়ের ফোল্ডেবল মেইট এক্স এর মতোই।

কিছুটা ভিন্নতা থাকলেও এর ডিজাইনকে হুয়াওয়ের ‘মেট এক্স’-এর খুবই কাছাকাছি হিসেবে বলছে পেটেন্ট অফিস। 

পেটেন্ট অফিসে জমা দেওয়া ছবি থেকে বলা হচ্ছে, ফোনটিতে থাকবে ফ্লেক্সিবল ডিসপ্লে, যেটি ফোল্ড হবে বাইরের দিকে। একটা বেজেল দেওয়া থাকবে ডিসপ্লের ডান কোণায়, তবে সেটি দেখা যাবে ফোনটি পুরো আনফোল্ড করা অবস্থায়। 

যদিও এটিকে স্ট্যান্ডার্ড ফোল্ডেবল স্মার্টফোন বলা হচ্ছে, তারপরও এটি যখন খোলা থাকবে তখন একটি ট্যাবলেটের মতোই দেখা যাবে।

প্যানেলে থাকবে মাল্টিপল সেন্সর, যার বেশিরভাগই ক্যামেরায়। ডাক দিকে পাওয়ার বাটন এবং ভলিউম রকার থাকছে, নিচের দিকে থাকছে স্পিকার, সিম কার্ড স্লট, মাইক্রোফোন এবং চার্জিং ইউএসবি-সি পোর্ট। 

এর আগে শাওমি রোটেট কোয়াড ক্যামেরার ফোল্ডেবল স্মার্টফোনের পেটেন্ট করিয়েছে। 

নতুন পেটেন্ট করা ফোল্ডেবল ফোনটির স্পেসিফিকেশন, এর ডিসপ্লের মাপ সম্পর্কে কিছু বলেনি পেটেন্ট অফিস। 

ইন্টারনেট অবলম্বনে ইএইচ/জুন০৮/ ২০২০/ ১৮৪৭

আরও পড়ুন – 

হুয়াওয়ের মেট এক্স মিলবে সেপ্টেম্বরে

মহামারিতেও ১৩% আয় বেড়েছে শাওমির

ফোন বিক্রিতে হুয়াওয়েকে ছাড়ালো শাওমি

*

*

আরও পড়ুন