টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মহাকাশে পর্যটক পাঠানোর ব্যবসা শুরু করতে জোরেশোরে রকেট বানানোর কাজে নামতে বলেছেন স্পেসএক্সের সিইও ইলন মাস্ক। এক ইমেইল বার্তায় স্পেসএক্সের কর্মীদের তিনি এ নির্দেশ দেন।
ইমেইলে তিনি বলেন, স্টারশিপই এখন স্পেসএক্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এটাকে সর্বোচ্চ প্রাধান্য দিন।
আরও পড়ুন : ১০ লাখ মানুষ যাবে মঙ্গলে!
এর আগে টুইটে ইলন মাস্ক জানান, আগামী ১০ বছরে তিনি ১ হাজার স্টারশিপ রকেট তৈরি করতে চান। পুনরায় ব্যবহারযোগ্য এ রকেটগুলো বানানো হবে সাউথ টেক্সাসে। দিনে ৩টি করে ফ্লাইট পরিচালনা করা যাবে এমন স্টারশিপ তৈরি করাই তাদের লক্ষ্য। ভারি এই রকেটগুলোর উচ্চতা হবে ১২০ মিটার। প্রতিটি স্টারশিপে ১০০ টনের বেশি পণ্য ও ১০০ মানুষ কক্ষপথে পাঠানো সম্ভব হবে।
স্টারশিপ রকেট বানানো ছাড়া নিরাপদে পৃথিবীতে ড্রাগন ক্রু ফিরিয়ে আনা হবে স্পেসএক্সের অন্যতম প্রধান লক্ষ্য।
গত ৩০ মে পরীক্ষামূলকভাবে ফ্যালকন রকেটে করে নাসার দুই নভোচারীকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠায় স্পেসএক্স। আগামী আগস্টে ওই দুই নভোচারী পৃথিবীতে ফিরবেন।
পৃথিবীতে ফেরার আগ মুহূর্তে তাদেরকে মহাকাশ যান ক্রু ড্রাগন ছেড়ে আটলান্টিক মহাসাগরে নামতে হবে প্যারাসুটে করে। সেখানে স্পেসএক্সের রিকভারি বোট গিয়ে তাদেরকে উদ্ধার করবে।
এনগ্যাজেটস অবলম্বনে এজেড/ জুন ০৮/২০২০/১৫