Techno Header Top and Before feature image

অ্যান্ড্রয়েডের জন্য প্রস্তুত ফেইসবুকের ডার্ক মোড!

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ডার্ক মোড ফিচার আনছে ফেইসবুক। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য বহুল প্রতীক্ষিত ডার্ক মোড ফিচার প্রস্তুত করেছে সামাজিক মাধ্যম জায়ান্ট ফেইসবুক।

কিছু দিন আগেই আনুষ্ঠানিকভাবে ডেক্সটপের জন্য ডার্ক মোড ফিচার ছেড়েছে মাধ্যমটি। ডার্ক মোডের সঙ্গে আরও কয়েকটি নতুন ফিচার আনার কথাও জানা যাচ্ছে।

ফেইসবুক দীর্ঘদিন ধরেই ডার্ক মোড ফিচার আনার জন্য কাজ করে আসছিল। এছাড়াও, করোনভাইরাস ট্র্যাকিং ফিচার এবং সাইলেন্ট মোডও  উন্মোচন করবে ফেইসবুক। এর আগে এপ্রিল মাসে আইওএসের জন্য সাইলেন্ট মোড ফিচার আনে প্রতিষ্ঠানটি।

ইতোমধ্যে কেউ কেউ অ্যান্ড্রয়েডে ডার্ক মোড ফিচার পাওয়া শুরু করেছে বলেও জানা যাচ্ছে। প্রযুক্তি সাইট ‘নাইট টু ফাইভ গুগল’ ইতোমধ্যে ফিচারটি পাওয়ার কথা জানিয়েছে।

ডেক্সটপের মতো ‘ব্ল্যাক গ্রে’ ব্যাকগ্রাউন্ড থাকছে এই ডার্ক মোডে। আর হাইলাইট হবে ব্লু বা নীল রঙের।

কবে নাগাদ সবার জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে সেটি এখনো জানা যায়নি।

ইন্টারনেট অবলম্বনে ইএইচ/ জুন৭/২০২০/১৪১৪

আরও পড়ুন –

উইন্ডোজে যেভাবে ডার্ক মোড অন করবেন

ম্যাসেঞ্জারে নতুন নিয়মে যেভাবে ডার্ক মোড চালু করবেন

আখেরে ক্ষতিকর ডার্ক মোড!

*

*

আরও পড়ুন