![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বেশ কিছু দিন ধরেই কানাঘুষা ছিলো ফ্রিতে জুম ব্যবহার করলে এনক্রিপশন সেবা পাওয়া যাবে না। এবার খোদ জুম বিষয়টি নিশ্চিত করেছে।
ফলে প্রয়োজন হলে ফ্রি কলের সব তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে জুম।
প্ল্যাটফর্মটির সিইও এরিক ইউয়ান জানিয়েছেন, এনক্রিপশন সুবিধা শুধু পেইড ব্যবহারকারীরা পাবেন। অবশ্যই ফ্রি ব্যবহারকারীদেরকে এই সুবিধা দেব না। কারণ খারাপ উদ্দেশে কেউ জুম ব্যবহার করলে এফবিআই ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তথ্য তুলে দেবো আমরা।
লকডাউনে অনেক অপরাধী শিশু নিপীড়নের দৃশ্য জুম কলে লাইভ প্রচার করছে। তাই শিশু অধিকার নিশ্চিতে কাজ করা সংস্থার এক কর্মী জানিয়েছেন, জুম এখন শিশু পর্নোগ্রাফি প্রদর্শনের নেটফ্লিক্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ অবস্থায় এনক্রিপশন ব্যবস্থা অপরাধীদেরকে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাবে।
কল বা ম্যাসেজ এনক্রিপ্ট করা থাকলে অ্যাকাউন্টে ঢুঁকে ব্যবহারকারী বাদে অন্য কেউ সঠিক তথ্য দেখতে পায় না। বিভিন্ন কোড দিয়ে আসল তথ্য ঢেকে রাখা হয়। এই কোড খোলা চেখে কোনো মানুষের পক্ষে ডিক্রিপ্ট করা সম্ভব হয় না। তাই কল বা ম্যাসেজ সুরক্ষিত থাকে।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ জুম ০৪/২০২০/১৩৩৮
আরও পড়ুন –
ব্যবহারকারীর সঙ্গে আয়ও বেড়েছে জুমের
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি