Techno Header Top and Before feature image

নিয়ম মানেনি টেসলা : কর্মীদের করোনা শনাক্ত

নিউইয়র্কের বাফালোতে অবস্থিত টেসলার কারখানা। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : লকডাউনের মধ্যে কারখানা খোলার জন্য অনেক লড়াই করেছেন টেসলা প্রধান ইলন মাস্ক। নিয়মের তোয়াক্কা না করে নির্ধারিত সময়ের আগেই কারখানা খুলেছেন। এবার সেখানেই দেখা দিয়েছে করোনার সংক্রমণ।

এ পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে টেসলার কারখানাগুলোতে ৪ কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সর্বশেষ নিউইয়র্কের বাফালোতে অবস্থিত কারখানার এক কর্মী কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন।

এ বিষয়ে টেসলার পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। করোনার সংক্রমণ দেখা দেওয়ার কারখানা বন্ধ রাখা হবে কিনা তাও জানানো হয়নি।

গত মাসে ক্যালিফোর্নিয়ার অ্যালামিডা কাউন্টির স্বাস্থ্য বিভাগের সঙ্গে কারখানা খোলা রাখার বিষয়ে ইলন মাস্কের মত বিরোধ দেখা দেয়। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মে মাসের শেষ সপ্তাহের আগে অ্যালামিডা কাউন্টি টেসলাকে কারখানা খোলার অনুমতি দেয়নি। এতে ক্ষিপ্ত হয়ে মামলা ঠুকে দেন ইলন মাস্ক। জরুরি ভিত্তিতে ক্যালিফোর্নিয়ায় থাকা হেডকোয়ার্টার সরানোর হুমকিও তিনি।

নির্দেশ অমান্য করে ১১ মে টেসলার স্বয়ংক্রিয় গাড়ি নির্মাণের কারখানা চালু করেন টেসলা প্রধান।

বিবিসি অবলম্বনে এজেড/ জুন ০৩/২০২০/১৬০৮

আরও পড়ুন –

লকডাউন মানতে চাচ্ছেন না মাস্ক

নিয়ম ভেঙে ফ্যাক্টরি খুললেন মাস্ক

মাস্কপুত্রের অদ্ভুত নামকরণ : জানা গেল মর্মার্থ

*

*

আরও পড়ুন