Techno Header Top

ব্যবহারকারীর সঙ্গে আয়ও বেড়েছে জুমের

জুম অ্যাপ। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চাইনিজ অ্যাপ জুম লকডাউনের পর থেকে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের আয়ও বেড়েছে।

মঙ্গলবার প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে জুম। সেখানেই এ তথ্য জানা যায়। এপ্রিল পর্যন্ত তাদের আয় হয়েছে ৩২ কোটি ৮২ লাখ ডলার। গত বছর একই প্রান্তিকের চেয়ে যা ১৬৯ শতাংশ বেশি। তাদের নিট আয় হয়েছে ২ কোটি ৭০ লাখ ডলার।

গত এপ্রিলে তারা জানায়, জুমের ব্যবহারকারী সংখ্যা ৩০ কোটি। পরে তা সংশোধন করে জানায়, দৈনিক প্ল্যাটফর্মটি ব্যবহার করে ৩০ কোটি মানুষ। ব্যবহারকারী সংখ্যা আরও বেশি।

ঠিক কতো সংখ্যক মানুষ জুমের সেবা নিচ্ছেন তা এখনও প্রকাশ করেনি তারা। তবে আয়ের এ উর্ধ্বগতি বজায় থাকবে বলে আশা করছে জুম।

দ্বিতীয় প্রান্তিক শেষে ৪৫ কোটি ৯০ লাখ থেকে ৫০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা। জুমের জনপ্রিয়তা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে আয় হতে পারে ১৮০ কোটি ডলার।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ জুন ০৩/২০২০/১৪১৮

আরও পড়ুন –

জুমের ব্যবহারকারী এখন ৩০ কোটি

জুমে ব্যবহার করা যাচ্ছে না জিআইএফ 

জুমের নতুন সমস্যার নাম জুমবোম্বিং

*

*

আরও পড়ুন