![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাইক্রোসফটের সংবাদ বিভাগ এমএসএনের রিপোর্টার, এডিটরসহ ৭৭ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
ছাঁটাই হওয়া কর্মীরা কাজ করতেন মাইক্রোসফটের এসইএনই বিভাগে। এই বিভাগের আওতায় আছে সার্চ, অ্যাডস, নিউজ ও এজ।
বিশ্বজুড়েই এখন মিডিয়া কোম্পানিগুলোর দুর্দিন চলছে। কোভিড-১৯ এর প্রভাবে অর্থনৈতিক ক্ষতি এড়াতে পারছেন না তারা। তবে মাইক্রোসফট কোনো ক্ষতি এড়াতে সিদ্ধান্তটি নেয়নি। কয়েক মাস ধরেই তারা অটোমেটেড জার্নালিজম শুরু করার প্রস্তুতি নিচ্ছিলো। ছাঁটাই হওয়া সংবাদ কর্মীদের কাজ করবে এখন এআই। খবর বাছাই, তৈরি, স্ক্যানিংয়ের কাজ এআইয়ের দ্বারাই হবে।
মিডিয়া ব্যবসায় মাইক্রোসফট নাম লেখায় ২৫ বছর আগে। ২০১৮ সালে মাইক্রোসফট নিউজের উদ্বোধনের সময় কোম্পানিটি জানায়, তাদের অধীনে ৮০০ এডিটর কর্মরত আছেন। যারা পৃথিবীর ৫০টি অঞ্চল থেকে কাজ করছেন।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ জুন ২/২০২০/১৪০৫
আরও পড়ুন –
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি