অনলাইন ক্লাস পরিচালনায় সহায়তা দিচ্ছে তথ্যপ্রযুক্তি বিভাগ

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : ফাইল ছবি

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই কার্যক্রমের উদ্বোধন করেন। কলেজটিকে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিভাগটির বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প’ প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।

এখন থেকে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে নেওয়া হবে। প্রতিটি ক্লাস ৬০ মিনিট করে চলবে যেখানে ৪৫ মিনিট পাঠদান ও বাকি ১৫ মিনিটি প্রশ্ন উত্তর-পর্ব থাকবে।

Techshohor Youtube

শিক্ষার্থীদের আগে থেকেই রুটিন এবং প্রয়োজনীয় ম্যাটেরিয়াল সরবরাহ করা হবে। উক্ত শিক্ষাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে এবং স্টার্টআপদের সহায়তায় এমন সেবা পৌঁছে দেবার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরির কাজও শুরু করতে যাচ্ছে স্টার্টআপ বাংলাদেশ-আইডিয়া প্রকল্প।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রমণের ফলে সারাদেশ যখন সংকটময় মুহূর্তে ঠিক সেই সময় থেকে তথ্যপ্রযুক্তি বিভাগ দেশের শিক্ষা, চিকিৎসা এবং খাদ্য ব্যবস্থাপনায় সহযোগিতায় কাজ করে চলছে।

এরই অংশ হিসেবে খাদ্যের জন্য ‘ফুড ফর ন্যাশন’, চিকিৎসার জন্য ‘হেল্থ ফর ন্যাশন’ এবং শিক্ষার জন্য ‘এডুকেশন ফর ন্যাশন’ নামক প্ল্যাটফর্ম  তৈরি করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

করোনাভাইরাস পরিস্থিতি দীর্ঘ মেয়াদীও হতে পারে, সেজন্য অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু বিকল্প নেই বলেও জানান তিনি।

পলক বলেন, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল বাণিজ্যিক কার্যক্রমের ক্ষেত্র চলমান রাখতে চাইলে প্রযুক্তিই একমাত্র চালিকাশক্তি। এই অনলাইন শিক্ষা ব্যবস্থার যে মডেলটি তৈরি করা হয়েছে তা প্রতিটি শহর থেকে গ্রাম এবং কেন্দ্র থেকে প্রান্ত প্রতিটি জায়গায় ছড়িয়ে দিতে চাই আমরা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন তথ্যপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, আইডিয়া প্রকল্প পরিচালক সৈয়দ মজিবুল হক, বিসিসি’র নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবসহ আরও অনেকেই।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ তথ্যপ্রযুক্তি বিভাগকে ধন্যবাদ জানান।

ইএইচ/ জুন১/২০২০/ ১৮১০

*

*

আরও পড়ুন