Techno Header Top and Before feature image

ভাঙচুর-লুটের জেরে অ্যাপলের দোকান বন্ধ

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ দিন বন্ধ ছিল অ্যাপলের দোকান। এরপর গত এপ্রিলের মাঝামাঝিতে ‘আইফোন এসই ২০২০’ অবমুক্ত ও লকডাউন শিথিলের প্রেক্ষিতে দোকান খুলে দেওয়া হয়। এর কয়েক সপ্তাহ না যেতেই আবারও দোকান বন্ধ করে দেয় অ্যাপল।

হুট করে দোকান বন্ধ করার কারণ এবার করোনা নয়, লুটপাট! সম্প্রতি যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গের নিহতের ঘটনার জেরে গোটা দেশজুড়েই বড়-সড় বিক্ষোভ হয়েছে, হচ্ছে। অস্থিতিশীল অবস্থা এখনো চলছে। বিক্ষোভ-অস্থিরতার সুযোগে অনেক জায়গার অ্যাপল-সহ বহু দোকানপাট ও স্থাপনায় ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এরই প্রেক্ষিতে রবিবার (৩১ মে ২০২০) থেকে দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। অ্যাপলের ওয়েবসাইটে বলা হয়েছে, ৬ জুন পর্যন্ত দোকান বন্ধ থাকবে। এরপর পরিস্থিতি বিবেচনা করে দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র : ইন্টারনেট, টিআর/জুন ১/২০২০/১৪১০

*

*

আরও পড়ুন