অ্যাপল টিভি প্লাসে আসছে ডি ক্যাপ্রিওর সিনেমা

ডান থেকে লিওনার্দো ডি ক্যাপ্রিও, মার্টিন স্করসিস ও রবার্ট ডে নিরো। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসের অরিজিনাল কনটেন্ট তৈরির উদ্যোগ এতোদিন থেমে ছিলো।

এখন তারা পুনরায় কনটেন্ট তৈরি প্রস্তুতি নিচ্ছে। প্রযোজনা কোম্পানি প্যারামাউন্ট পিকচার্সের সঙ্গে যৌথভাবে তারা একটি সিনেমা বানাবে। এতে থাকবেন লিওনার্দো ডি ক্যাপ্রিও ও রবার্ট ডে নিরো। সিনেমাটি পরিচালনা করবেন মার্টিন স্করসিস। এর আগে তিনি শাটার আইল্যান্ড, ট্যাক্সি ড্রাইভার, দ্য আইরিশম্যান ও গুডফেলাস নির্মাণ করেছেন।

২০১৭ সালে প্রকাশিত ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ বইয়ের কাহিনী অনুসারে এটি নির্মিত হবে, তাই নামও এক থাকবে। মার্কিন সাংবাদিক ডেভিড গ্র্যানের লেখা বইটির প্রেক্ষাপট ১৯২০ সাল। সে সময় এফবিআইয়ের একটি কেস নিয়ে এর কাহিনী গড়ে উঠেছে।সব ঠিক থাকলে অ্যাপল টিভি প্লাসে আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে।

Techshohor Youtube

এদিকে, টম হ্যাঙ্কস অভিনীত গ্রেহাউন্ড সিনেমার স্বত্ত কিনেছে অ্যাপল টিভি প্লাস। সিনামাটি ১২ জুন মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু করোনাভাইরাসের মহামারি চলতে থাকায় অ্যাপল প্লাসের কাছে ৭০ মিলিয়ন ডলারে এর প্রচারণা স্বত্ত বিক্রি করেছে সনি পিকচার্স।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ জুন ০১/২০২০/১৪১২

*

*