Techno Header Top and Before feature image

টাচস্ক্রিনের নিয়ন্ত্রণেই চলছে ক্রু ড্রাগন

টাচস্ক্রিনেই নিয়ন্ত্রণ হচ্ছে ক্রু ড্রাগন। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এর আগে যত বার নভোচারীরা  মহাকাশ ভ্রমণে গেছেন ততবার তাদেরকে ম্যানুয়ালি মহাকাশ যানকে নিয়ন্ত্রণ করতে হয়েছে। কারণ পুরানো মহাকাশ যান যেমন স্পেস শাটল ও অ্যাপলো কমান্ড মডিউলে ছিলো ম্যানুয়াল সুইচ।

কিন্তু এবার ক্রু ড্রাগনের নভোচারীরা টাচস্ক্রিনের মাধ্যমে তাদের মহাকাশ যাত্রা নিয়ন্ত্রণ করতে পারছেন। মানব সভ্যতার ইতিহাসে একে বিশেষ অর্জনই বলা যায়।

আরও পড়ুন : প্রথমবার নভোচারীসহ উড়লো স্পেসএক্সের রকেট

স্পেসএক্সের প্রচারিত লাইভ ভিডিওতে দেখা যায়, নাসার নভোচারী তাদের স্পেস স্যুট ছেড়ে সাধারন পোশাকে সিটে বসে আছেন। তাদের সামনে রয়েছে তিনটি বড় বড় ডিসপ্লে প্যানেল। দেখে মনে হবে যেন ভিডিও গেইম খেলছেন। বলে না দিলে কারও পক্ষেই বোঝা সম্ভব না, তারা এই টাচস্ক্রিনের মাধ্যমে মহাকাশ যান নিয়ন্ত্রণ করছেন। স্ক্রিন তিনটির নিচে ম্যানুয়াল বাটনও আছে। তবে জরুরি অবস্থা বাদে সেগুলো ব্যবহার করতে হবে না।

ক্রু ড্রাগনে ক্যামেরা সেট করা রয়েছে। ফলে পৃথিবীকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখার সুযোগও মিলবে। কোথায় তাদের মহাকাশ যান রয়েছে সেটাও স্ক্রিনেই দেখা যাবে।

বেশিরভাগ কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করাই এ মিশনের অন্যতম উদ্দেশ্য। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডক করার প্রক্রিয়াটিও হবে স্বয়ংক্রিয়ভাবে। তাই আপাতত রাতের খাবার খাওয়া ছাড়া নভোচারীদের তেমন কোনো কাজ বাকি নেই বলে মন্তব্য করেছেন ধারাভাষ্যকাররা।

যুক্তরাষ্ট্র সময় রোববার সকালে তাদের ক্রু ড্রাগন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ডক করবে।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ মে ৩১/২০২০/১৪৩০

আরও পড়ুন –

মহাকাশ যাত্রার আগে যা করেন নভোচারীরা

৫৩% বেড়াতে যেতে চান মহাকাশে

মহাকাশ থেকে শব্দ আসছে ১৬ দিন পরপর

*

*

আরও পড়ুন