Techno Header Top and Before feature image

প্লেস্টেশন ৫-এ গেইম আসছে বুধবার

সনির প্লেস্টেশন ৫ এর লোগো। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সনির গেইমিং কনসোল প্লেস্টেশন ৫-এ স্বল্প সংখ্যক গেইম উন্মোচন হচ্ছে আগামী বুধবার।

সবচেয়ে অত্যাধুনিক এবং আকর্ষণীয় ডিজাইনে আসা প্লেস্টেশন ৫-তে কোম্পানি কোন গেইমগুলো রিলিজ করছে সেটি জানা যায়নি। এমনকি পরবর্তী প্রজন্মের এই সিস্টেমে কখন, কত টাকার গেইম এসব কিছুই বলেনি প্রতিষ্ঠানটি।

অবশ্য সনি তাদের নতুন এই কনসোল সম্পর্কে খুব বেশি কিছু এখনো জানায়নি। এক ছুটির সময় কনসোলটি তারা উন্মোচন করেছে চলতি বছরেই।

তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, কোভিড-১৯ মহামারির কারণেই যে তাদের এটি আনতে দেরি হয়েছে এমন নয়।

এর আগে প্লেস্টেশন ৫ সম্পর্কে খুব অল্প পরিমাণে জানিয়েছে সনি। সেখানে যেমন হার্ডওয়্যার সম্পর্কে কম তথ্য রয়েছে তেমনি আবার সফওয়্যারের তথ্যও অপর্যাপ্ত।

পিএস৫ এ ফিচার হিসেবে থাকতে পারে কাস্টম আটটি কোর এএমডি জেন ২ সিপিইউ ক্লকড ৩.৫ গিগাহার্জ এবং কাস্টম জিপিইউ বেইজড এএমডি আরডিএনও ২ কাঠামোর হার্ডওয়্যার। যা ১০.২৮ টেরাফ্লপস এবং ৩৬ কম্পিউটার ইউনিট ক্লকড ২.২৩ গিগাহার্জ।

ডিভাইসটিতে ১৬ জিবি র‍্যাম এবং জিডিডিআর৬ র‍্যাম ও কাস্টম ৮২৫ জিবি এসএসডি থাকছে।

এটিতে আরও গভীর ভয়েজ দিতে সক্ষমতার ফিচার রাখার কথাও জানা যাচ্ছে।

ইন্টারনেট অবলম্বনে ইএইচ/ মে ২৯/ ২০২০/ ১৮৫৫

*

*

আরও পড়ুন