Techno Header Top and Before feature image

চলতি বছরে কী আসবে আইফোন ১২?

আইফোন। ছবি : ইন্টারনেট

 টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাপলের পরবর্তী সিরিজ আইফোন ১২ এর ফোনগুলো নির্ধারিত সময়ে নাও আসতে পারে।

এর আগে একটি সূত্রের বরাতে জানা গিয়েছিল, চলতি বছরে অ্যাপল তাদের আইফোন নাও আনতে পারে। তবে এবার নতুন আরেক খবরে জানা যাচ্ছে, চলতি বছরেই আসবে আইফোন ১২ সিরিজ। 

কোয়েন ইনভেস্টমেন্ট ব‌্যাংকের ওই প্রতিবেদন বলছে, আইফোন ১২ সিরিজ করোনাভাইরাসের কারণে নির্দিষ্ট সময়ে আসছে না। এটি পিছিয়ে যাবে অন্তত দুই মাস। 

অর্থাৎ অ্যাপল যে ইভেন্ট সেপ্টেম্বরে করে সেটি হয়তো পিছিয়ে গিয়ে নভেম্বরে ঠেকবে। 

করোনাভাইরাসের কারণে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এতে স্বাভাবিক গতিতে ফোন উৎপাদন করা সম্ভব হচ্ছে না। অ্যাপল কর্মীরাও বাসা থেকে কাজ করছেন। যার কারণে অনেক পরিকল্পনা বাস্তবায়নে তাদের বেগ পেতে হচ্ছে। এছাড়াও, প্রথমবারের মতো আইফোনে ফাইভজি সুবিধা যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। এসব মিলিয়ে তাদেরকে ধীর গতিতে আগাতে হচ্ছে।

নতুন সিরিজটিতে মোট চারটি মডেলের আইফোন থাকবে বলে খবর বেরিয়েছে। তিনটি ভিন্ন স্ক্রিন আকার নিয়ে এবারের আইফোন আসবে। আইফোন হতে পারে ৫.৪ ইঞ্চি, ৬.৭ ওে ৬.১ ইঞ্চি মাপের। এতে অ‌্যাপলের এ১৪ চিপসেট থাকবে।

৫.৪ ইঞ্চি ও ৬.১ ইঞ্চি মাপের মডেল দুটিতে ৪জিবি র‌্যাম থাকবে। ৬.৭ ইঞ্চি মডেলের আইফোনটিতে থাকবে ৬জিবি র‌্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ।

তবে একেবারেই নিশ্চিত করে কেউ-ই বলছে না কোন মাসে আসবে আইফোন। অনেকেই বলছে, এমন অবস্থা অব্যাহত বেশি হলে তা চলতি বছরে নাও আসতে পারে। 

অবশ্য অ্যাপল এখনো আইফোন ১ আনার বিষযে কোনো তথ্য জানায়নি। 

ইন্টারনেট অবলম্বনে ইএইচ/মে২৯/২০২০/১১২০

আরও পড়ুন – 

এ বছরে নাও আসতে পারে আইফোন ১২

মাস্ক পরেও খোলা যাবে আইফোনের লক

*

*

আরও পড়ুন