Techno Header Top and Before feature image

লকডাউনে বেড়েছে ভিডিও স্ট্রিমিং ব্যবহার

লকডাউনের স্ট্রিমিং সার্ভিসের ব্যবহার বেড়েছে। ছবি : বিবিসি
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যুক্তরাজ্যে করোনাভাইরাস মহামারির কারণে লকডাউনের সময় প্রতি পাঁচটি বাড়ির মধ্যে একটিতে স্ট্রিমিং সাইটের সাবক্রিপশন নেওয়া হয়েছে। আর তা এই সময়ে ৬০ লাখ সাবস্ক্রিপশন হয়েছে।

এসব সাবস্ক্রিপশনের বেশিরভাগই ডিসজে প্লাসের ঝুলিতে গেছে বলে বাজার গবেষণা প্রতিষ্ঠান কান্টার জানিয়েছে।

তবে সবচেয়ে জনপ্রিয় কনটেন্ট হিসেবে এই সময়ে নেটফ্লিক্সে প্রামাণ্যচিত্র সিরিজ টাইগার কিং সবার উপরে অবস্থা করছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপল টিভি প্লাস অবশ্য এই সময়ে অনেকটা লড়াই করেছে দর্শক পেতে, বলছে কান্টার।

মার্কিন জায়ান্টটির সাবস্ক্রিপশন বেশি হয়েছে স্মার্টফোন ও ট্যাবলেটে দেখার জন্য। যদিও তাদের বিশেষত্ব টিভিতে।

কান্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পমিনিক সুনিবো বলেছেন, যুক্তরাজ্যে স্ট্রিমিং সার্ভিসগুলোর জন্য এটা একটা খুবই ভালো সময় কেটেছে। অনেক সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে প্লাটফর্মটিতে।

কান্টার বলছে, যুক্তরাজ্যে এখন প্রতিটি পরিবারে কমপক্ষে ২ দশমিক ৩টি ভিডিও সাবস্ক্রাইব করা আছে।

বিবিসি অবলম্বনে ইএইচ/মে২৮/২০২০/ ১৭১০

*

*

আরও পড়ুন