উড়তে পারলো না স্পেসএক্সের রকেট

তিনদিন পেছালো কমার্শিয়াল ক্রু ডেমো-২ মিশন। ছবি : দ্য ভার্জ

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনেকদিন ধরেই মহাকাশ যান তৈরির কোম্পানি স্পেসএক্স ও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশ যাত্রার প্রস্তুতি নিচ্ছিলো।

গত ৯ বছরে নাসার কোনো নভোচারী মহাকাশে যায়নি। কোনো বাণিজ্যিক কোম্পানিও এর আগে নভোচারীসহ মহাকাশে রকেট পাঠায়নি। সব মিলিয় ইতিহাস সৃষ্টির অপেক্ষায় ছিলো মার্কিনীরা।

কিন্তু বিধিবাম। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন রকেটটি যাত্রা করতে পারেনি। খারাপ আবহাওয়ার কারণে রকেটটি ওড়ার ঠিক ১৭ মিনিট আগে যাত্রা বাতিল ঘোষণা করে মিশন কন্ট্রোলাররা। তারা জানায়, আগামী ৩০ মে রকেটটি মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবে।

Techshohor Youtube

বজ্রপাতের কারণে রকেটের ক্ষতি হতে পারে। ঝুঁকির মুখে পড়তে পারে নাসার দুই নভোচারী ডাউ হার্লে ও বব বেনকেনের জীবন, এ চিন্তা থেকেই মিশনটি স্থগিত করা হয়। এর আগে বহুবার নাসার নভোচারীরা মহাকাশে গেছেন। তবে প্রতিবারই তারা ভ্রমণ করেছেন নাসার মহাকাশ যানে। বেসরকারি কোনো কোম্পানির তৈরি রকেটে করে এবারই প্রথম যাত্রা করছেন নাসার নভোচারীরা। তাই ২৭ মে ঐতিহাসিক মুহূর্তটি দেখার অপেক্ষায় ছিলেন অনেকে।

আগামী কয়েক বছরের মধ্যে বাণিজ্যিকভাবে মহাকাশে স্থাপিত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) পর্যটক পাঠাতে চায় ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। প্রকল্পটির নাম ক্রু ড্রাগন হিউম্যান স্পেসক্রাফট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এরই অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে দুই নভোচারীকে সেখানে পাঠাচ্ছে স্পেসএক্স।

দ্য ভার্জ অবলম্বনে এজেড/ মে ২৮/২০২০/১১৪৫

আরও পড়ুন –

স্টারলিংক স্যাটেলাইটে ইন্টারনেট চালু চলতি বছরেই

একবারে ৬০ স্যাটেলাইট পাঠাল স্পেসএক্স

ইন্টারনেটের গতি বাড়াবে স্পেসএক্সের ৬০ স্যাটেলাইট

*

*

আরও পড়ুন