Techno Header Top and Before feature image

টিকটকের রেটিং কমায় রিভিউ ডিলিট গুগলের

টিকটক অ্যাপ। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টিকটকের রেটিং কমে যাওয়ায় সাহায্যের হাত বাড়িয়েছে গুগল। অ্যাপটির র‍্যাঙ্কিং ঠিক রাখতেই এ উদ্যোগ নিয়েছে তারা।

দুটি কনটেন্টের কারণে ভারতে টিকটক নিয়ে সমালোচনা শুরু হয়। এর প্রভাবে টিকটকের রেটিং কমতে শুরু করে। এতে রাতারাতি অ্যাপটির রেটিং ৪.৫ থেকে ১.২ এ নেমে যায়। এমন অবস্থায় ২৪ ঘণ্টার মধ্যে ৩০ লাখ রিভিউ ডিলিট করেও রেটিং ১.৫ এর উপর তুলতে পারেনি গুগল। তবে ধীরে ধীরে রেটিং পুনরুদ্ধার করছে তারা। এ রিপোর্ট লেখার সময় টিকটকের রেটিং ২.৯ ও রিভিউ সংখ্যা ২ কোটি দেখা গেছে।

গত সপ্তাহ থেকেই টিকটকের রেটিং কমতে শুরু করেছিল। জনপ্রিয় টিকটকার ফয়জাল সিদ্দিকী এক ভিডিওতে অ্যাসিড হামলার দৃশ্য দেখায়। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অ্যাসিড মারার ভিডিওটি নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। এর প্রভাব পড়ে টিকটকের রিভিউয়ে। এমন পরিস্থিতিতে টিকটকে নিষিদ্ধ হন ফয়জাল সিদ্দিকী।

এছাড়াও, ভারতের তুমুল জনপ্রিয় ইউটিউবার ক্যারি মিনাতি ইউটিউব ভার্সেস টিকটক নামে একটি ভিডিও তৈরি করেন। টিকটক ব্যবহারকারীরা তার ভিডিওটি পছন্দ করেননি। তারা গিয়ে সোজা রিপোর্ট করতে শুরু করেন ইউটিউবে। ভিডিওটিতে অনেক আপত্তিকর শব্দ থাকায় নীতিমালা ভঙ্গের দায়ে ইউটিউব সেটা সরিয়ে নেয়। এতে ইউটিউবাররা ক্ষিপ্ত হয়ে টিকটকের রেটিং কমানোর মিশনে নামেন। সব মিলিয়ে টিকটকের রেটিং ১.২ এ নেমে যায়।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ মে ২৭/২০২০/১৩৩৫

আরও পড়ুন –

লকডাউনে বাজিমাত টিকটকের, ডাউনলোড ২০০ কোটি

টিকটকের মতো ফিচার আনছে ইউটিউব

*

*

আরও পড়ুন