vivo Y16 Project

জাপানে খুলছে অ্যাপল স্টোর

জাপানে পুনরায় চালু হচ্ছে অ্যাপল স্টোর। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাপলের জন্য অন্যতম প্রধান বাজার জাপানে পুনরায় চালু হচ্ছে অ্যাপল স্টোর। 

চলতি সপ্তাহ থেকেই দেশটিতে অ্যাপল স্টোর চালু হচ্ছে বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানানো হয়েছে। 

প্রাথমিক অবস্থায় দেশটিতে দুটি স্টোর ফুকুওয়াকা এবং নাগোয়া সাকে’র স্টোর দুটি চালু হতে যাচ্ছে। আগামী ২৭ মে থেকে এগুলো চালু হবে। 

Techshohor Youtube

এর আগে দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সব প্রতিষ্ঠান বন্ধ করে দিলে অ্যাপলও তাদের স্টোর বন্ধ করে দেয়। এক মাসের লকডাউন শেষে এবার সেই স্টোরগুলো খুলছে। 

তবে দেশটির আরো যে আটটি স্টোর সেগুলো কবে নাগাদ খুলবে তা কিছু জানায়নি অ্যাপল। দেশটির টোকিওতে গত বছরের সেপ্টেম্বরে সর্বাধুনিক এবং সর্ববৃহৎ স্টোর চালু করে। 

সারা দেশে কিছুটা লকডাউন শিথিল করা হলেও টোকিওতে এটি শিথিল করা হবে কিনা সেটা এখনো জানা যাচ্ছে না। চলতি সপ্তাহে পৌর মেয়র কবে নাগাদ তা শিথিল করা হতে পারে তা জানাবেন। 

ইতোমধ্যে অ্যাপল অস্ট্রেলিয়া, জার্মানি, অস্ট্রিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড এবং ইতালি ও যুক্তরাষ্ট্রের কিছু স্টোর পুনরায় চালু হয়েছে। 

অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, তারা স্টোরগুলো চালু করলেও তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এবং সামাজিক দুরত্ব মেনে সেগুলো পরিচালনা করা হবে। 

ব্লুমবার্গ অবলম্বনে ইএইচ/মে২৬/২০২০/১৫০৫

*

*

আরও পড়ুন

vivo Y16 Project