Techno Header Top and Before feature image

সলিটায়ার দিয়ে বিশ্ব রেকর্ড গড়তে চায় মাইক্রোসফট

গেইমটি ৩০ বছর পার করেছে। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাইক্রোসফট সলিটায়ার গেইমটি বেশ পুরানো হলেও এর ভক্ত সংখ্যা নেহায়েত কম নয়।

৩০ বছরের পুরানো গেইমটি এখনও প্রতি মাসে খেলেন ২০০টি দেশের সাড়ে তিন কোটি মানুষ। অঞ্চল ভেদে ৬৫টি ভাষায় গেইমটি খেলা যায়।

শুক্রবার গেইমটির বর্ষপূর্তি উপলক্ষ্যে নতুন ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টির আহবান জানায় মাইক্রোসফট। এক বিবৃতিতে জানিয়েছে, একদিনে সবচেয়ে বেশি বার খেলা গেইমের তালিকায় সলিটায়ারকে শীর্ষে রাখতে চায় তারা। তাই উইন্ডোজ, আইওএস ও অ্যান্ড্রয়েড থেকে মাইক্রোসফট সলিটায়ার কালেকশন ডাউনলোড করে গেইমটি খেলতে বলেছে মাইক্রোসফট। ২৪ ঘণ্টা সময় পার হলেই জানা যাবে গেইমটি ওয়ার্ল্ড রেকর্ড গড়তে পেরেছে কিনা।

১৯৯০ সালে মাইক্রোসফট সলিটায়ার গেইমটি উইন্ডোজ ৩.০ অপারেটিং সিস্টেমে মুক্তি পায় উইন্ডোজ সলিটায়ার নামে। কম্পিউটার ব্যবহারকারীদেরকে মাউজের ব্যবহার শেখানোই ছিলো গেইমটি তৈরির মূল উদ্দেশ্য। কিভাবে মাউজ ধরে ড্র্যাগ করে কার্ড ড্রপ করতে হয় তা এ গেইম খেলে অনেকেই শিখেছেন।

ইন্টারনেট অবলম্বনে এজেড/ মে ২৩/ ২০২০/১৪৫৫

*

*

আরও পড়ুন