Samsung IM Campaign_Oct’20

গুগল ম্যাপে হুইলচেয়ার ফিচার!

গুগল ম্যাপে হুইলচেয়ার ফিচার আনছে গুগল। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগল তাদের ম্যাপে হুইলচেয়ার ব্যবহার করা যায় এমন স্থানগুলো নির্দিষ্ট করতে চায়। এজন্য নতুন ফিচার আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন ওই ফিচারের মাধ্যমে ব্যহারকারীরা ম্যাপের ডিসপ্লেতে অন্যান্য গাড়ির পাশাপাশি হুইলচেয়ারের আইকনও দেখতে পাবেন।

সেই আইকনে ক্লিক বা ট্যাপ করলে কোথায় কোথায় হুইলচেয়ার অ্যাক্সেস করা যাবে সেটি দেখতে পাবেন এবং একই সঙ্গে কোথায় বসার ব্যবস্থা আছে, রেস্ট রুম আছে সেগুলোও দেখা যাবে।

ফিচারটি প্রথমাবস্থায় অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে। তবে অল্প দিনের মধ্যেই এটি বিশ্বের অন্যান্য দেশে চালু করা হবে বলে জানায় গুগল।

গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে উপলক্ষে গুগল বলেছিল, যদি এটি নিশ্চিত হয়ে যায় যে কোনো জায়গার অ্যাক্সেসযোগ্য প্রবেশপথ নেই, তবে আমরা ম্যাপে সেই তথ্যটিও দেখাবে।

বর্তমানে বিশ্বে ১৩ কোটি হুইলচেয়ার ব্যবহারকারী রয়েছে।

এখন গুগল ম্যাপে হুইলচেয়ার অ্যাক্সেস করা যায় এমন ১৫ মিলিয়ন জায়গা চিহ্নিত করা হয়েছে।

ইন্টারনেট অবলম্বনে ইএইচ/মে২২/২০২০/১২৫৮

*

*

আরও পড়ুন