![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সরকারে লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের মাধ্যমে ফ্রিল্যান্সার তৈরির প্রশিক্ষণ চলবে অনলাইনে।
রোববার এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রকল্পটির এই অনলাইন কার্যক্রমের উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনলাইন মাধ্যমে শুরুতে ওয়েব ডেভেলমেন্ট অ্যান্ড ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংয়ে প্রশিক্ষণ দেয়া হবে। ১৫টি জেলায় প্রতিটি বিষয়ে ২০০ ঘণ্টা করে এই প্রশিক্ষণ চলবে।
অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম চালুর মাধ্যমে শহর-গ্রামের বৈষম্য দূর হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি পরবর্তী পৃথিবীতে তথ্যপ্রযুক্তি ফ্রিল্যান্সারদের প্রয়োজনীয়তা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে । করোনার কারণে এখন প্রশিক্ষণ কার্যক্রম বাধাগ্রস্ত হাওয়ায় অনলাইন ক্লাসই ভবিষ্যত।
তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে এসএসসি ও এইচএসসি পাসের পর তরুণদের প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের যোগ্য করা হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, অনলাইনেই প্রশিক্ষণ নিতে ১ লাখ ৮৫ হাজার শিক্ষার্থী নিবন্ধন করে। তবে ল্যাপটপ-ডেস্কটপ বা স্মার্টফোন ও উচ্চগতির নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ রয়েছে এমন হিসেবে ১৫টি ভাগে ভাগ করে দেশের ৪৯২ জায়গায় ৪০ হাজার জন পর্যায়ক্রমে প্রশিক্ষণ পাবেন।
প্রকল্পে কাজ করছে ৩৯টি কোম্পানি।
তথ্যপ্রযুক্তি সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকল্পের পরিচালক মোঃ আখতার মামুন, প্রশিক্ষণ উপকরণ পরিকল্পনাকারী শফিউল আলম।
এডি/২০২০/মে১৭/১৯০০
আরও পড়ুন –
ফ্রিল্যান্সার সরবরাহে বাংলাদেশ দ্বিতীয়