![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিদ্বেষমূলক মন্তব্য ঠেকাতে নতুন কয়েকটি ফিচার এনেছে ইনস্টাগ্রাম।
ফিচারগুলোর মাধ্যমে একসঙ্গে অনেক কমেন্ট ডিলিট, কমেন্ট রেস্ট্রিক্ট বা অ্যাকাউন্ট ব্লক করার সুবিধা পাওয়া যাবে। একসঙ্গে ডিলিট করা যাবে ২৫টি কমেন্ট।
আইওএস প্ল্যাটফর্মে কমেন্ট ডিলিট করতে তিনটি ডট যুক্ত আইকনে ট্যাপ করতে হবে। এরপর ‘Manage Comments’ এ ট্যাপ করতে হবে। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে কমেন্টে প্রেস করে তিনটি ডট যুক্ত আইকনে ক্লিক করতে হবে। এতে Delete, Block, Restrict অপশনগুলো দেখা যাবে।
এছাড়াও, কারা কারা নাম ট্যাগ করতে পারবে তাও নির্ধারণ করা যাবে। ট্যাগ নিয়ন্ত্রণে বেছে নেওয়া যাবে ‘Everyone’, ‘Only People You Follow’ বা ‘No One’ অপশন।
এছাড়াও, শীঘ্রই যুক্ত হবে কমেন্ট পিন করার অপশন। কোনো পোস্টের যেকোনো ৩টি কমেন্ট সিলেক্ট করে সেগুলো পিন করে কমেন্ট সেকশনের উপরের দিকে রাখা যাবে।
ইতোমধ্যে ফিচারগুলো ব্যবহারকারীদের ফোনে পৌঁছাতে শুরু করেছে।
ইন্টারনেট অবলম্বনে এজেড/ মে ১৩/২০২০/১৩৪০
আরও পড়ুন –
ব্যবসায়ীদের জন্য ইনস্টাগ্রামের নতুন ফিচার
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি