![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নির্দেশ অমান্য করে টেসলার স্বয়ংক্রিয় গাড়ি নির্মাণের কারখানা খুলেছেন ইলন মাস্ক।
সোমবার টুইট করে কারখানা খোলার খবর নিজেই জানান মাস্ক। তিনি লেখেন, নিয়ম ভঙ্গের জন্য সাজা দিতে হলে শুধু তাকেই যেন গ্রেফতার করা হয়।
স্থানীয় সরকারের নির্দেশে মার্চের ২৬ তারিখ থেকে তার কারখানার সিংহভাগ কার্যক্রম বন্ধ ছিলো।
চলতি মাসে ক্যালিফোর্নিয়ার অ্যালামিডা কাউন্টির স্বাস্থ্য বিভাগের সঙ্গে কারখানা খোলা রাখার বিষয়ে তার মত বিরোধ দেখা দেয়। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মে মাসের আগে অ্যালামিডা কাউন্টি টেসলাকে কারখানা খোলার অনুমতি দেয়নি। এতে ক্ষিপ্ত হয়ে মামলা ঠুকে দেন। জরুরি ভিত্তিতে ক্যালিফোর্নিয়ায় থাকা হেডকোয়ার্টার সরানোর হুমকিও দেন মাস্ক।
তবে ক্যালিফোর্নিয়ার রাজ্য কোনোভাবেই চায় না টেসলার হেডকোয়ার্টার অন্য কোনো রাজ্যে স্থানান্তরিত হোক। মার্কিন রাজস্ব বিভাগের সচিবের মতে, টেসলার সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়া উচিত। কারণ ক্যালিফোর্নিয়ায় টেসলার কারখানা থাকার কারণে বিপুল সংখ্যক মানুষ চাকরি পেয়েছে।
যুক্তরাষ্ট্রে শুধু ক্যালিফোর্নিয়াতেই টেসলার কারখানা রয়েছে। এর বাইরে বার্লিনে এবং গত বছর সাংহাইয়ে একটি কারখানা খুলেছে টেসলা।
ইন্টারনেট অবলম্বনে এজেড/মে ১৩/২০২০/১১৩৪
আরও পড়ুন –
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি