Techno Header Top and Before feature image

গুগল প্লেতে আসছে সার্চ ফিল্টার

গুগল প্লে। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগল প্লেতে নিজের পছন্দমতো অ্যাপ খোঁজার সুবিধার্থে যুক্ত হচ্ছে সার্চ ফিল্টার।

ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপের রেটিং, নতুন অ্যাপ ও এডিটরস চয়েজের ভিত্তিতে অ্যাপ সার্চ করা যাবে। সার্চ বারেই এ ফিল্টারগুলো দেখা যাবে।

রেটিং ফিল্টার ব্যবহার করলে ৪.৫ ও ৪ এর উপরে যে অ্যাপগুলোর রেটিং শুধু সেগুলোই দেখা যাবে। এডিটরস চয়েজের আওতায় শুধু ব্যাজ সম্বলিত অ্যাপ দেখা যাবে।

‘নিউ’ ফিল্টারের আওতায় নতুন অ্যাপগুলো নিজেদের চেনানোর সুযোগ পাবে। বড় বড় অ্যাপগুলোর রাজত্ব এতে কমে আসবে।

এখন পর্যন্ত সব দেশে ফিল্টারের আপডেট পৌঁছায়নি। আপডেটটি পেতে আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হবে।

এর আগে গত মাসে গুগল প্লেতে যুক্ত হয় প্যারেন্টাল কন্ট্রোল ফিচার। এ ফিচারের আওতায় বাচ্চাদের জন্য কোন অ্যাপগুলো উপযোগী তা নির্ণয়ে ‘টিচারস অ্যাপ্রুভড’ লেখাটি অ্যাপের পাশে যুক্ত থাকবে।

ইন্টারনেট অবলম্বনে এজেড/মে ১২/২০২০/১৪৩৬

আরও পড়ুন –

গুগল প্লে মুভিজে যুক্ত হচ্ছে কয়েকশ ফ্রি মুভি

গুগল প্লেতে মোড বদলের অপশন

*

*

আরও পড়ুন